X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চার দিনে দুই কোটি ৩০ লাখ টাকা আত্মসাৎ, পিআইও’র বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
০৯ জুন ২০২২, ২০:৪৪আপডেট : ০৯ জুন ২০২২, ২০:৪৪

বগুড়ার গাবতলী উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবদুল আলীমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গ করে সরকারি প্রকল্পের দুই কোটি ৩০ লাখ ৬৯ হাজার ৭৯৩ টাকা ৬০ পয়সা আত্মসাতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ জুন) বগুড়ার দুদক কার্যালয়ের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান দণ্ডবিধির ৪০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাটি করেন। মামলার বাদী নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, গাবতলী উপজেলার সাবেক পিআইও আবদুল আলীম বর্তমানে একই পদে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় কর্মরত আছেন। তিনি কুড়িগ্রাম সদরের মুক্তারাম গ্রামের আনিসুর রহমানের ছেলে। বগুড়ার গাবতলী উপজেলায় থাকাকালে গত ২০১৮ সালের ২৬ থেকে ৩০ জুনের মধ্যে মাত্র চার দিনে ওই বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেন।

জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে ২০১৮ সালের ৩১ মে গাবতলী উপজেলায় টিআর ও কাবিখা-২-এর ২৮০টি প্রকল্প বাস্তবায়নে ৭৮ হাজার ২০২ টাকা ৬৯ পয়সা হারে মোট দুই কোটি ১৮ লাখ ৯৬ হাজার ৭৫৩ টাকা ২০ পয়সা এবং একই দিনে ২০০ প্রকল্প বাস্তবায়নে ৭৮ হাজার ২০২ টাকা ৬৯ পয়সা হারে মোট এক কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৫৩৮ টাকা বগুড়ার জেলা প্রশাসক বরাবর বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর। ওই অর্থবছরে প্রকল্পগুলোর কাজ হয়েছে কি-না তা জানার জন্য গাবতলী উপজেলার ১১ ইউনিয়ন ও গাবতলী পৌরসভার মেয়রকে চিঠি দেওয়া হয়।

তাদের দেওয়া প্রতিবেদনে দেখা যায়, মোট ৪৮০ প্রকল্পের ২৯৫টিতে কোনও কাজ হয়নি। এর মধ্যে কিছুর অস্তিত্বও নেই। দুদকের তদন্তে প্রকল্পগুলোর সভাপতি/সেক্রেটারি কে ছিলেন, কে টাকা গ্রহণ করেছে সে বিষয়ে জানতে চাওয়া হলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল আলীম কোনও উত্তর দিতে পারেননি। এতে প্রাথমিকভাবে প্রমাণ হয়, ২০১৭-১৮ অর্থবছরের টিআর কর্মসূচির আওতায় বগুড়ার গাবতলী উপজেলায় বরাদ্দ প্রকল্পের মধ্যে ২৯৫টির কোনও কাজ হয়নি। ভুয়া প্রকল্প কমিটি দেখিয়ে প্রতারণা, জাল-জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার করে কতিপয় ব্যক্তির সঙ্গে পরস্পর যোগসাজশে বরাদ্দ করা দুই কোটি ৩০ লাখ ৬৯ হাজার ৭৯৩ টাকা ৬০ পয়সা আত্মসাৎ করা হয়েছে। অথচ প্রকল্প বাস্তবায়নকালে পিআইও আবদুল আলীম সরেজমিন প্রদর্শন করে নোট দেন, প্রকল্পের অস্তিত্ব এবং বাস্তবায়নের প্রয়োজনীয়তা আছে।

প্রাথমিক তদন্তে আবদুল আলীমের বিরুদ্ধে উল্লিখিত টাকা আত্মসাতের সত্যতা মেলে। এরপর তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় নিয়মিত মামলা করার জন্য দুদকের প্রধান কার্যালয়ের অনুমতি চাওয়া হয়। প্রধান কার্যালয় থেকে গত ২ জুন মামলার অনুমতি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ৯ জুন বৃহস্পতিবার নিজ কার্যালয়ে উপ-পরিচালক মো. মনিরুজ্জামান মামলাটি করেন।

/এফআর/
সম্পর্কিত
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা