X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চলন্ত ট্রেনে সন্তানের জন্ম

জয়পুরহাট প্রতিনিধি
১৯ জুন ২০২২, ০২:৩৭আপডেট : ১৯ জুন ২০২২, ০২:৪০

ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী চলন্ত একতা এক্সপ্রেস ট্রেনে জেসমিন আক্তার (২৬) নামের এক প্রসূতি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে নবজাতক ও মা দুজনেই সুস্থ রয়েছেন।

শনিবার (১৮ জুন) বিকাল ৫টা ২২ মিনিটের দিকে রাণীনগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তারা জয়পুরহাট স্টেশনে নেমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি হন।

ওই প্রসূতি জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ী নানাহার গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ওই প্রসূতি ও তার স্বামী ঢাকার কমলাপুর স্টেশনে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে উঠে জয়পুরহাট স্টেশনে যাচ্ছিলেন। ট্রেনটি নাটোর স্টেশন পার হয়ে সান্তাহারে দিকে যেতে পথিমধ্যে প্রসূতির প্রসব বেদনা শুরু হয়। তখন ট্রেনের ওই কক্ষের একটি সিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. রাফসান জানি বসে ছিলেন। তিনি এগিয়ে আসাতে আরেক শিক্ষিকা এগিয়ে আসেন। তাদের প্রচেষ্টায় চলন্ত ট্রেনেই ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন জেসমিন। পরে সন্ধ্যায় তারা জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি হন।

রেলওয়ের দিনাজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল হক ভূঞা বলেন, ট্রেনে সন্তান জন্ম দেওয়া ওই প্রসূতি জয়পুরহাট স্টেশনে নেমে যান। 

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল বলেন, ‘একতা এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট স্টেশনে পৌঁছার আগেই ট্রেনে থাকা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের রেজিস্টার ডা. রাফসান জানি প্রসূতি মা’কে হাসপাতালে পাঠাতে বলেন। তারা ডেলিভারি শেষে হাসাপাতালে এলে ৩ তলায় গাইনি ওয়ার্ডে ডা. শাপলা তাদের চিকৎসা দেন। এ সময় তারা পরিচয় গোপন রাখতে বলেন চিকৎসকদের। গণমাধ্যমে তাদের বিষয়ে না জানাতেও অনুরোধ করেন।’

 

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী