X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীর হাত-পা ভাঙলো সন্ত্রাসীরা

পাবনা প্রতিনিধি
০৮ জুলাই ২০২২, ২৩:৫২আপডেট : ০৮ জুলাই ২০২২, ২৩:৫২

পাবনা শহরের নূরপুরে জমি দখলে বাধা দেওয়ায় এক ব্যবসায়ীকে তুলে নিয়ে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ীকে পরে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হামলার শিকার ব্যবসায়ী মুন্না রহমান নূরপুর এলাকার জুলমত আলী শেখের ছেলে। 

আহত ব্যবসায়ীর ভাতিজি শাহরীন আকতার বলেন, গত কয়েকদিন ধরে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের একটি গ্রুপ আমাদের পৈত্রিক জায়গায় স্থাপনা নির্মাণের চেষ্টা করছে। তবে পরিবারের লোকজন বাধা দিলে সন্ত্রাসীরা আমাদের রড, হাতুড়ি দিয়ে ব্যাপকভাবে মারপিট করে। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানানো হলে তারা আরও বেপরোয়া হয়ে উঠে। আজ আমার চাচা জুমার নামাজের জন্য নূরপুর মসজিদে যাচ্ছিলেন। এ সময়সন্ত্রাসীরা মসজিদের সামনে থেকে চাচাকে অপহরণ করে পাঁচ পুকুর এলাকায় নিয়ে ব্যাপক মারপিট করে হাত-পা ভেঙে অবচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়। চাচার অবস্থা এখনও আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, ‘চাচার জ্ঞান ফিরলে তিনি এলাকার রিপু, প্রান্ত, শান্ত, রাব্বি, রুবেল, নিবির, রবিন, রতন, শাওন তার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন।’ 

তবে এ বিষয়ে পুলিশের সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন আহতের ভাই আবু তালেব। তিনি বলেন, পুলিশের সামনেই সন্ত্রাসীরা আমাদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। আমরা তাদের কাছে জিম্মি হয়ে পড়েছি।  

এ বিষয়ে জানতে চাইলে পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত হয়। লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া