X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

স্বামীকে হত্যার অভিযোগে তৃতীয় স্ত্রী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৫ জুলাই ২০২২, ১৮:৩৫আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৯:০৩

বগুড়ার ধুনটে স্বামী আবদুর রহিমকে (৬৫) হত্যার অভিযোগে তৃতীয় স্ত্রী বিউটি খাতুনকে (৩০) গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকালে নিহতের মা বিলকিস বেগম ধুনট থানায় হত্যা মামলা করেছেন।

এর আগে, রবিবার দুপুরে উপজেলার নিমগাছী ইউনিয়নের ধামাচাপা গ্রামের বাড়ির উঠানে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ওই নারী পুলিশের কাছে স্বামীকে হত্যার দায় স্বীকার করেছেন বলে দাবি করে পুলিশ। তবে বিকালে বগুড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্চিতা ইসলামের আদালতে হাজির করলে স্বীকারোক্তি দেননি তিনি। পরে তাকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, কৃষক আবদুর রহিম ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের ধামাচামা গ্রামের মৃত জয়নাল আবেদীন প্রামাণিকের ছেলে। তিনি প্রায় ছয় বছর আগে শিয়ালী গ্রামের মৃত হাফিজার রহমানের মেয়ে বিউটি খাতুনকে বিয়ে করেন। বিউটি তার তৃতীয় স্ত্রী। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মাঝে মাঝে ঝগড়া হতো। রবিবার সকালে ভাত রান্না করতে দেরি হওয়ায় স্বামী বিউটিকে মারধর করেন। এর কিছুক্ষণ পর আবদুর রহিম মারা যান। স্বজনদের অভিযোগ, স্বামীর বিশেষ অঙ্গ চেপে ধরে হত্যা করেন বিউটি। খবর পেয়ে ধুনট থানা পুলিশ বিকাল ৩টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় ও স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। সোমবার সকালে নিহতের মা ধুনট থানায় একমাত্র আসামি হিসেবে বিউটি খাতুনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। 

তদন্ত কর্মকর্তা ধুনট থানার এস আই মতিউর রহমান জানান, বিউটি খাতুন তাদের কাছে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। তবে বিকালে আদালতে হাজির করলে তিনি স্বীকারোক্তি দিতে অস্বীকৃতি জানান। পরে আদালতের নির্দেশে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!