X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করায় হত্যার অভিযোগে গ্রেফতার ৫

রাজশাহী প্রতিনিধি
০৩ আগস্ট ২০২২, ২১:২৯আপডেট : ০৩ আগস্ট ২০২২, ২১:২৯

রাজশাহীতে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করায় প্রতিবেশীর ছুরিকাঘাতে খুনের ঘটনায় করা মামলায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২ আগস্ট) মধ্য রাতে আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- মহানগরীর শাহ মখদুম থানার হরিষার ডাইং এলাকার বকুল আলীর মেয়ে খাদিজা (১৯), একই এলাকার আসাদ আলীর ছেলে মিঠুন আলী (৩০), বাদশা মিয়ার ছেলে মোমিন (২৫), জান মোহাম্মদের ছেলে সোহেল (৩২) ও কর্ণহার থানার মোল্লা ডাইং এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে পলাশ (৪০)।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম জানান, নগরীর শাহ মখদুম থানার হরিষার ডাইং এলাকায় বকুলের ছেলে নাহিদ গত ১ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান শুনছিলেন। এ সময় তার প্রতিবেশী মুকুল আলীর মেয়ে অন্তঃসত্ত্বা ও অসুস্থ হওয়ায় তিনি নাহিদের বাড়িতে গিয়ে উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করেন। নাহিদ তাৎক্ষণিকভাবে আওয়াজ কমিয়ে দিলে মুকুল চলে আসেন। তবে তার প্রস্থানের সঙ্গে সঙ্গে আবারও বাড়িয়ে দেন। মুকুল আবারও গিয়ে নিষেধ করেন। তখন আসামি নাহিদ ও তার বাবা বকুল আলী, মা ও তার বোন মিলে মুকুলকে গালিগালাজ করেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, এই নিয়ে দুই পক্ষের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নাহিদ ও তার পরিবারের সদস্যরা লোহার রড দিয়ে মুকুলের মাথায় আঘাত করেন। সেই সঙ্গে চাকু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। এ সময় মুকুলের চিৎকার শুনে তার ছোট ছেলে শাহীন আলম ও জামাতা আলমগীর সেখানে গেলে তাদেরকেও মারধর করা হয়। ঘটনাস্থলে স্থানীয় লোকজন মুকুলকে উদ্ধারে এগিয়ে গেলে আসামিরা পালিয়ে যান। পরে গুরুতর আহতাবস্থায় মুকুলকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত মুকুলের ছেলে শামিম ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

মামলার পর রাজশাহীর শাহ মখদুম জোনের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে থানার ওসি মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
মধুমতি ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
মাদক বহনের সময় দুর্ঘটনা, এরপর থেকে নষ্ট হচ্ছে জাবির ৬০ লাখ টাকার অ্যাম্বুলেন্সটি
সর্বশেষ খবর
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা