X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পুলিশ চেকপোস্টে গুলি, গ্রেফতার ২

রাজশাহী প্রতিনিধি
০৭ আগস্ট ২০২২, ২১:২৬আপডেট : ০৭ আগস্ট ২০২২, ২১:২৬

রাজশাহী নগরীতে আওয়ামী লীগ নেতার বাসার বাইরে ও পুলিশের চেকপোস্টে গুলির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে তিনটি ম্যাগাজিন, ৩২ রাউন্ড গুলি, ছয় রাউন্ড গুলির খোসা, একটি বিদেশি পিস্তল, ৯০ রাউন্ড শটগানের গুলি, ১২ রাউন্ড শটগানের গুলির খোসাসহ একটি শটগান ও প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ আগস্ট) রাতে নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- ওয়াহিদ মুরাদ জামিল ওরফে লিংকন (৫৬) ও সজল আলী (২৪)। জামিল বোয়ালিয়া মডেল থানা উপ-শহরের মৃত আব্দুল ওহাবের ছেলে এবং সজল চন্দ্রিমা থানার শিরোইল কলোনির শামসুল হকের ছেলে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম বলেন, ‘শনিবার রাত দেড়টার দিকে গোলাগুলির খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশের একটি টহল দল থানা আওয়ামী লীগ সভাপতি ও সিটি হাটের ইজারাদার আতিকুর রহমান কালুর বাড়ির সামনে উপস্থিত হয়। সেখান থেকে আসামিদের ফায়ার করা গুলির খোসা উদ্ধার করা হয়। পরে আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় পুলিশ। রাত পৌনে ৩টার দিকে হোসনীগঞ্জ জাদুঘরের সামনে একটি কালো প্রাইভেটকার দেখে চেকপোস্টে থামানোর জন্য সংকেত দেয় পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা কারের ভেতর থেকে চেকপোস্টে গুলি ছুড়ে পালিয়ে যায়। রাত সাড়ে ৩টার দিকে নগরীর উপ-শহর ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ১৭৭ নম্বর বাসার নিচে কালো রঙের প্রাইভেটকারটি পার্কিং অবস্থায় দেখতে পায় পুলিশ। গার্ডের মাধ্যমে পুলিশ জানতে পারে কিছুক্ষণ আগে মালিক ও তার সহযোগী কারটি পার্কিং করেছেন। পরে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি টিম বাড়ির চারতলা থেকে আসামিদের গ্রেফতার করে। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় দুটি মামলা হয়েছে।’

আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালু দাবি করেছেন, বাড়িতে এসে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয়েছিল। তবে তিনি জামিল ওয়াহিদ মুরাদকে চেনেন না। কেন তাকে হত্যা করতে এসেছিল তাও জানেন না। 

/এএম/
সম্পর্কিত
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বশেষ খবর
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান