X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সড়কে প্রাণ গেলো ছাত্রলীগের ২ নেতার

নাটোর প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২২, ২৩:৩০আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১১:৩২

সড়ক দুর্ঘটনায় নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিসহ ছাত্রলীগের দুই নেতা নিহত এবং একজন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সালাহউদ্দিন (২৯) এবং ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ইশতিয়াক আহমেদ আশিক (২৭)।

গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিয়ার রহমান বাঁধন জানান, ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে ওই তিন জন পাবনা থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন। পথে পাবনার ঈশ্বরদীর মুন্নার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ইশতিয়াক আহমেদ মারা যান। পরে রাজশাহী নেওয়ার পথে বনপাড়া এলাকায় পৌঁছালে সালাহউদ্দিনের মৃত্যু হয়। এ ছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরেফিন।

তিনি আরও জানান, এ ঘটনায় উপজেলা ছাত্রলীগ, নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগ ও নিহতদের পরিবারে শোকের মাতম চলছে।

নিহত সালাহউদ্দিন নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর গ্রামের আহসান হাবিবের ছেলে, ইসতিয়াক আহমেদ আশিক বিয়াঘাট ইউনিয়নের মোল্লাবাজার এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে এবং আরেফিনের বাড়ি একই ইউনিয়নের রাণীনগর এলাকায়।

পাকশী হাইওয়ে থানার ওসি আশীষ কুমার স্যানাল জানান, ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে মৌসুমী পরিবহন নামে ওই বাসের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন রাজপাড়া থানার ওসি তদন্ত মাইদুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পথে আরেকজন মারা গেছে। আর হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন মুমূর্ষু অবস্থায় রয়েছেন। 

/এফআর/এমএএ/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বশেষ খবর
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
কুবিতে উপাচার্য-ট্রেজারার-প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা, ৩ দফতরে তালা
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: সতর্ক ম্যাক্রোঁর
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, শনিবারও ক্লাস চলবে
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
অবৈধ ব্যবহারকারীদের ধরতে বাড়ি বাড়ি যাবে তিতাস
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা