X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মাথার যন্ত্রণা সইতে না পেরে ‘বিষপান’, হাসপাতালে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২২, ১০:৫৯আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১১:০৭

নাটোরের লালপুর উপজেলায় মাথার যন্ত্রণা সইতে না পেরে বিষপানের পরদিন রুবেল (২৫) নামে এক যুবক হাসপাতালে মারা গেছেন।

শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুবেল লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরিপুর এলাকার তহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

ঈশ্বরদী ইউনিয়নের সদস্য হেলাল উদ্দীন খান জানান, প্রায় ১৮-২০ দিন আগে কাজ শেষে সাইকেল চালিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে বাড়ি ফিরছিলেন রুবেল। বাড়ির অদূরে পালিদহ এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে স’ মিলের কাঠের ওপর পড়ে যান রুবেল। এ সময় মাথায় গুরুতর আঘাত পান। পরে চিকিৎসা করালেও সুস্থ হচ্ছিলেন না, তীব্র যন্ত্রণায় ভুগছিলেন। মাথায় সিটিস্ক্যান করার পর চিকিৎসক জানান, রুবেলের ব্রেনে আঘাত লাগায় যন্ত্রণা হচ্ছে। পরে শুক্রবার রাতে ইঁদুর নিধনের গ্যাস ট্যাবলেট খেয়ে তিনি আত্মহত্মার চেষ্টা করেন। পরিবারের লোকজন রামেক হাসপাতালে ভর্তি করলে শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

রুবেলের দাদা মঙলা জানান, মা-বাবার তিন সন্তানের মধ্যে তিনি মেজো। তার বাবা দুই বছর ধরে অসুস্থ। মরদেহ বাড়িতে এসে দাফন করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, ‌‘গৌরিপুরের তহিদুল ইসলামের ছেলে রুবেল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
বিদ্যুতের তার ছিঁড়ে ৫ জন মৃত্যুর ঘটনায় মানবাধিকার কমিশনের ক্ষোভ
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়