X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিক হলেই ডায়াবেটিস নয়

রাজশাহী প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২২, ১৯:০১আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ২০:০৯

ডায়াবেটিস হলো একটি গুরুতর ও দীর্ঘমেয়াদি রোগ। যেটা বহুমূত্র রোগ হিসেবেও পরিচিত। এ রোগে রক্তের গ্লুকোজের মাত্রা দীর্ঘসময় ধরে স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। কারণ, শরীর যথেষ্ট পরিমাণে বা কোনও ইনসুলিন উৎপাদন করে না অথবা উৎপাদিত ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে পারে না।

রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করে বহুমূত্র রোগ নির্ণয় করা হয়। আর এই রোগ নির্ণয় করতে গিয়েই অপচিকিৎসার শিকার হচ্ছেন অনেক রোগী। এ ছাড়া রোগ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় জটিল অবস্থা সৃষ্টি হচ্ছে। এ কারণে মৃত্যুঝুঁকিও তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুমোদিত ডায়াবেটিক রোগীর বিশেষায়িত সেবা প্রতিষ্ঠান রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতাল ২০১২ সাল থেকে সেবা দিয়ে আসছে। এই হাসপাতালে ৩৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ১৪ জন কনসালট্যান্ট চিকিৎসাসেবা দিচ্ছেন।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, তাদের কাছে নিয়মিত-অনিয়মিত চিকিৎসা নেন ৯৪ হাজার ডায়াবেটিস রোগী। প্রতিদিন গড়ে ৩০০ রোগী সেখানে চিকিৎসা নিতে আসেন। যার একটি বড় অংশ অপচিকিৎসার শিকার ও অসচেতনতায় জটিলতা নিয়ে তাদের দ্বারস্থ হচ্ছেন।

নগরীর শিরোইল এলাকার বাসিন্দা বদরুদ্দোজা (২২) জানান, চার মাস আগে ডায়াবেটিসের সাধারণ কিছু লক্ষণ নিয়ে তিনি একটি ফার্মেসিতে টেস্ট করিয়েছিলেন। সেখানে টেস্টের পর জানানো হয়েছিল তিনি ডায়াবেটিসে আক্রান্ত। এরপর তিনি ঘাবড়ে যান। অনলাইনের মাধ্যমে এ বিষয়ে জানার চেষ্টা করেন। এর কয়েক দিন পর তিনি রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতালে যান। যেখানে দায়িত্বরত কনসালট্যান্ট বেশ কয়েকটি পরীক্ষার পর তাকে আশ্বস্ত করেন তিনি ডায়াবেটিসে আক্রান্ত নন।

একই ধরনের বক্তব্য দিলেন পবা উপজেলার হরিপুর এলাকার সরুজ আলী। তিনি বলেন, ‘ফার্মেসিতে প্রথমে টেস্ট করিয়েছিলাম। সেখানেও আমাকে বলা হয়েছিল আমার ডায়াবেটিস হয়েছে। এরপর নগরীর ঝাউতলা মোড়ে ডায়াবেটিস হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করার পর ডাক্তার জানালেন ভয়ের কিছু নেই, তেমন কিছু হয়নি। তবে সচেতন হয়ে চলতে হবে।’

রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতালের পরিচালক (প্রশাসন) মামুন অর রশিদ বলেন, ডায়াবেটিস রোগ নির্ণয়ে গভীর পর্যবেক্ষণ প্রয়োজন। একবার রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করে অস্বাভাবিক রিপোর্ট এলেই যে সে ডায়াবেটিস রোগী, বিষয়টি এমনটা না। কিন্তু দেখা যাচ্ছে শুধু রাজশাহীতে নয়, দেশের সর্বত্রই কিছু লক্ষণ দেখা দিলেই একবার টেস্ট করে ডায়াবেটিসের চিকিৎসা শুরু করে দিচ্ছেন ডাক্তাররা।’

তিনি আরও বলেন, ‘অনেক সময় মেডিসিন, হার্ট ও গাইনি ডাক্তারও ডায়াবেটিসের ইনসুলিন দিয়ে দিচ্ছেন। কিন্তু নিয়ম অনুযায়ী তারা ডায়াবেটিসের চিকিৎসা করাতে পারেন না। কারণ, এ বিষয়ে তার গভীর জ্ঞান নেই।’

‘আসলে ওই ডাক্তাররা চেম্বার থেকে রোগী ছাড়তে চান না। যদি বিষয়টা এমন হয়, তবে যে কেউ ডায়াবেটিসের চিকিৎসা করাতে পারে’ উল্লেখ করে তিনি বলেন, ‘কারণ ডায়াবেটিস হলে মিষ্টি খাওয়া যাবে না, ইনসুলিন নিতে হবে, এটা সাধারণ বিষয়। কিন্তু এর বাইরেও যে অনেক বিষয় আছে, যেটার কার্যকর ট্রিটমেন্ট না হলে রোগীর বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। এটা তো সবাই দিতে পারবে না। কিন্তু এখন মোড়ে মোড়েও ডায়াবেটিস পরীক্ষাসহ ইনসুলিন পাওয়া যায়। কেউ হয়তো ডায়াবেটিস আক্রান্ত না হয়েও অন্য রোগে আক্রান্ত হয়েও ইনসুলিন নিচ্ছেন। আবার কেউ আক্রান্ত হলেও তার হিস্ট্রি পর্যবেক্ষণ না করে যেকোনও ইনসুলিন দেওয়ার ফলে হিতে বিপরীত হচ্ছে। এ ছাড়া অনেক রোগী গুরুতর অবস্থা সৃষ্টি হওয়ার পরও পাত্তা দেন না। এতে একসময় মৃত্যু ঝুঁকি তৈরি হয়।’

পরিচালক মামুন অর রশিদ বলেন, এসব কারণে রোগীরা মারাত্মক শারীরিক ঝুঁকির মধ্যে পড়ছেন। অনেকের ফ্রুট আলসার হয়ে পা কেটে ফেলতে হচ্ছে। এ ছাড়া নানা জটিলতা তৈরি হচ্ছে। রোগীরা সচেতন না হলে এ অবস্থার উত্তরণ ঘটবে না।’

/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়