X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কলেজ চত্বরে পড়েছিল লাশ, পাশে সিগারেটের প্যাকেট-পানির বোতল

বগুড়া প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২২, ১৮:২২আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৮:২২

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ চত্বর থেকে সুমন কুমার কুন্ডু (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে সদর থানা পুলিশ। এ সময় লাশের পাশে এক জোড়া স্যান্ডেল, এক প্যাকেট সিগারেট, লাইটার ও পানির বোতল পাওয়া গেছে।

সুমন কুমার কুন্ডু আদমদীঘি উপজেলার বিহিগ্রামের মৃত সুনীল কুমার কুন্ডুর ছেলে। তিনি পরিবার নিয়ে বগুড়া শহরের কালিতলা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে সরকারি আজিজুল হক কলেজের কয়েকজন শিক্ষার্থী ক্রিকেট খেলার জন্য বাণিজ্য ভবনের সামনের মাঠে আসেন। তারা সেখানে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। লাশের পাশে এক জোড়া স্যান্ডেল, এক প্যাকেট সিগারেট, লাইটার ও পানির বোতল পাওয়া গেছে। বোতলের পানিতে বিষ মেশানো থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সুমন কুমার কুন্ডুর স্ত্রী চুমকি রানী বলেন, ‘কয়েকদিন আগে একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি নিয়েছেন সুমন। আমাদের এক মেয়ে স্কুলে পড়াশোনা করে। দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে আছি আমরা। বুধবার দুপুর ২টার দিকে কাউকে কিছু না জানিয়ে মোবাইল ও মানিব্যাগ রেখে বাড়ি থেকে বের হন সুমন। বৃহস্পতিবার সকালে কলেজ মাঠে লাশ পড়ে থাকার খবর পাই।’

সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘সুমনের শরীরে আঘাতের চিহ্ন নেই। চুমকি রানী আমাদের জানিয়েছেন ব্র্যাক এনজিও থেকে এক লাখ টাকা ঋণ নিয়েছেন সুমন। ঋণ নিয়ে হতাশায় ভুগছিলেন। আমাদের ধারণা এই হতাশা থেকেই আত্মহত্যা করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

/এএম/
সম্পর্কিত
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা