X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে জেলা ইজতেমা শুরু

পঞ্চগড় প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৩১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৩২

পঞ্চগড় ইজতেমা ময়দান ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে পঞ্চগড়ে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী জেলা ইজতেমা। পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে পঞ্চগড় চিনিকল ও বিসিক শিল্পনগরীর মধ্যবর্তী মাঠে বৃহস্পতিবার সকাল থেকে এই ইজতেমা শুরু হয়। ভারতের আসাম থেকে আসা জামাতের মেহমান মো. জাকির হোসেন মিয়া ফজরের নামাজের পর আম বয়ান করেন।

দাওয়াতের কাজ চলমান রাখতে জেলাভিত্তিক ইজতেমার আয়োজন করা হচ্ছে। ইজতেমায় পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার সাথীরা ছাড়াও দেশি-বিদেশি হাজারো মুসল্লির সমাগম হয়েছে বলে জানান ইজতেমার মুরব্বিরা। আগামী শনিবার (২৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

ইজতেমা মাঠে ২৪টি টিউবওয়েল, ৪শ’ ল্যাট্রিন, ৩শ’ প্রশাবখানা, ৬টি পানির হাউজ স্থাপন করা হয়েছে।

পঞ্চগড় জেলা তাবলীগের সুরা সদস্য প্রফেসর মো. ফয়জুল বারী ও ডা. মো. মোখলেছুর রহমান জানান, ইজতেমায় আরব, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারতসহ কয়েকটি বিদেশি জামাত ও দেশের ভেতরের বেশ কিছু জামাতের মেহমান মাঠে রয়েছেন। ইজতেমা মাঠ থেকে দ্বীনের দাওয়াত নিয়ে দেশে ও বিদেশে সম্ভাব্য শতাধিক মুসল্লির জামাত বের হবে বলে আশা প্রকাশ করছেন মুরব্বিরা।

পঞ্চগড় জেলা তাবলীগের মুরব্বিরা জানান, বুধবার বিকেলেই অসংখ্য মুসল্লি মাঠে এসে উপস্থিত হওয়ায় মাগরিবের নামাজের পর থেকে বয়ান শুরু হয়। বাদ মাগরিব ফিলিস্তিন জামায়াতের মেহমান বয়ান করেন।

ইজতেমা কমিটি সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার সাথীরা পর্যায়ক্রমে ইজতেমা মাঠের কাজ সম্পন্ন করেছেন। ইজতেমা মাঠে বিদ্যুৎ, পানি, স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। মেডিক্যাল টিম, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। ইজতেমা মাঠে সার্বক্ষণিক একটি মেডিক্যাল টিম দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. পীতাম্বর রায়।

পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহাম্মেদ জানান, ‘ইজতেমা মাঠে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। মাঠের চারপাশে পুলিশ কন্ট্রোল রুমসহ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সেজন্য আমরা সতর্ক রয়েছি।’

/এফএস/ 

আরও পড়ুন- 


এমপি লিটন হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ডা. কাদেরের বাড়ি থেকে উদ্ধার

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
বজ্রাঘাতে তিন জেলায় ৬ জনের মৃত্যু
বজ্রাঘাতে তিন জেলায় ৬ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে