X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আমরা মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে যাচ্ছি: সুলতানা কামাল

রংপুর প্রতিনিধি
২২ মে ২০১৭, ১৮:৩৬আপডেট : ২২ মে ২০১৭, ১৮:৩৯

আমরা মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে যাচ্ছি: সুলতানা কামাল সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, ‘আমরা মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে যাচ্ছি। রাজনৈতিক সংস্কৃতি আমাদের এমন জায়গায় নিয়ে গেছে যে আমরা ক্রমশ এর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি।’

সোমবার (২২ মে) দুপুরে রংপুর নগরীর আরডিআরএস মিলনায়তনে বাংলাদেশের সমতলে আদিবাসীদের ভূমি অধিকার সংরক্ষণে পৃথক ভূমি কমিশনের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে তিনি এ সব কথা বলেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা এনএনএমসি আয়োজিত দিনব্যাপী সেমিনারে রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আদিবাসী সম্প্রদায়ের নেতারাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সুলতানা কামাল বলেন, ‘বাংলাদেশে যেভাবে নেতাদের নিয়ে বন্দনা হয় তা পৃথিবীর কোনও দেশে হয় না। আবার নেতারা যে নির্দেশ দেন তা বাস্তবায়িত হয় না। বাস্তবায়িত হলে পাবর্ত্য শান্তিচুক্তি এতোদিন হয়ে যেত। প্রধান মন্ত্রী শেখ হাসিনা সবসময় দেশের মঙ্গল চান। তিনি যে সব কথা বলেন তা বাস্তবায়ন করতে হবে।’

সুলতানা কামাল বলেন, একটি জনগোষ্ঠীর নিজস্ব ইচ্ছার দলিল হলো সংবিধান । সংবিধান অনুযায়ী সব নাগরিকের সমান সুযোগ সুবিধা দিতে হবে। ভূমি কমিশন তৈরিতে যে যেখানে আছে তাকে সেই অবস্থানে কাজ করতে হবে। আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন করা দরকার। এই কমিশন গঠিত হলে আদিবাসীদের ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান হবে। সে জন্য মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে।’

সুলতানা কামাল বলেন, দেশের সমতলে যে ২০ লাখ আদিবাসী বাস করে তাদের জন্য আলাদা ভূমি কমিশন গঠন করা জরুরি হয়ে পড়েছে। আর আদিবাসীদের স্বার্থ সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রের। এ দায়িত্ব থেকে কোনও অবস্থাতেই সরে আসার সুযোগ নেই। সংবিধানে দেশের প্রতিটি মানুষের অধিকার সুরক্ষার কথা বলা হয়েছে।’

সেমিনারে এনএনএমসির চেয়ারপারসন সজল কুমার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব একেএম মারফ হাসানসহ অন্যান্য নেতারা।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ