X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নামে সব টাকা গেছে দুই আ.লীগ নেতার পকেটে: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৪ মে ২০১৮, ১৪:৫০আপডেট : ২৪ মে ২০১৮, ১৮:১৬

দেওয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘রাষ্ট্রের সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করে তৈরি বঙ্গবন্ধু স্যাটেলাইটের স্বত্ব গেছে দুই ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতার পকেটে। ওই স্যাটেলাইট থেকে কেউ কোনও মোবাইল কল, কোনও টেলিফোন বা কোনও চ্যানেলসহ যা কিছু করতে যাবে তাদের কাছ থেকে কিনতে হবে। বুধবার সন্ধ্যায় শিবগঞ্জ সিনিয়র দাখিল মাদ্রাসার মাঠে জামালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক ইফতার মহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এমনিভাবে এখন প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি ও লুটপাট করছে আওয়ামী লীগ সরকার। ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা ছিল, সেখানে এখন প্রতিটি চাকরির জন্য চলছে লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্য। তারা ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু মানুষকে ৫০ টাকা কেজির চাল খাওয়াচ্ছে।

তিনি বলেন, ‘মাদকবিরোধী অভিযানে গত সাত দিনেই ৩৮ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড কাদের বিরুদ্ধে করছেন, যারা ২ টাকা থেকে ৫ টাকা দিয়ে মাদক নেয় তাদের বিরুদ্ধে, নাকি যারা মাদক নিয়ে ব্যাবসা করে তাদের বিরুদ্ধে করছেন। আগে নিজেদের লোকদের বিরুদ্ধে অভিযান শুরু করেন, যারা মাদক ব্যবসার নেতা-হোতা। নিজেদের এমপি মাদক ব্যবসার হোতা, অথচ তার বিরুদ্ধে নাকি কোনও প্রমাণই মিলে নাই।’

আসলে যারা ভিন্নমত পোষণ করে তাদের বিরুদ্ধে এই অভিযান মন্তব্য করে তিনি বলেন, ‘এই সরকারকে একটা দানবীয় সরকার বলায় প্রধান বিচারপতি এস কে সিনহাকে বন্দুকের গুলির ভয় দেখিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। দেশে কোনও বাকস্বাধীনতা নেই। এখন যুবলীগের ছেলেরা যা বলবে তাই করতে হবে। ছাত্রলীগের ছেলেরা যা বলবে তাই করতে হবে। এটাকে গণতন্ত্র বলে না। এটাকে দেশের স্বাধীনতা বলে না।

এ সময় বিএনপি’র জেলা সভাপতি তৈমুর রহমান ও সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীনসহ জেলা, সদর থানা ও ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে