X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

হিলিতে এখনও শুরু হয়নি টিসিবি’র পণ্য বিক্রি

হিলি প্রতিনিধি
২৫ মে ২০১৮, ১১:০১আপডেট : ২৫ মে ২০১৮, ১১:০১



ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ দিনাজপুরের হিলিতে এখন পর্যন্ত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়নি। এমনকি এখন পর্যন্ত টিসিবির ডিলাররা ডিপো থেকে পণ্যও উত্তোলন করেননি। এতে করে টিসিবির নির্ধারিত মূল্যের পণ্য কেনা থেকে বঞ্চিত হচ্ছেন হিলিবাসী।

পবিত্র রমজান উপলক্ষে গত ৬ মে থেকে সারাদেশে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু হিলিতে টিসিবির দুজন ডিলার থাকলেও এখন পর্যন্ত এর কার্যক্রম শুরু করেননি।

হিলি বাজারে টিসিবির পণ্য কিনতে করতে আসা নাজমুল হোসেন জানান, প্রতি বছরই তিনি হিলি বাজারের টিসিবির ডিলারের কাছ থেকে ন্যায্যমূল্যে পণ্য কিনে থাকেন। এবারেও বিভিন্ন পত্র পত্রিকায় খবর পড়ে হিলি বাজারে টিসিবির পণ্য কেনার জন্য আসেন। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও হিলিতে এখন পর্যন্ত টিসিবির পণ্যের দেখা পান তিনি। এতে করে সাধারণ মানুষকে বাড়তি দাম দিয়ে বাজার থেকে চাহিদা অনুযায়ী পণ্য কিনতে হচ্ছে।

হিলি বাজারের টিসিবি ডিলার আলমগীর হোসেন আলম জানান, এবারে হিলিতে তিনিসহ অন্য একজন যে টিসিবির ডিলার রয়েছেন তারা কেউই এবার টিসিবির পণ্য উত্তোলন করেননি।
এর কারণ এবারে টিসিবি যে মূল্যে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল, ছোলা ও খেজুর বিক্রির নির্দেশ দিয়েছে এর চেয়ে খোলা বাজারে সেইসব পণ্যগুলোর দাম কেজিতে প্রকারভেদে ৫ থেকে ১০ টাকা করে কম রয়েছে। এতে করে তাদের পণ্য উত্তোলন করে লোকশান গুণতে হবে। বাজারের চেয়ে বাড়তি মূল্য হওয়ায় এই পণ্য কেউ নিতে চাইবেন না।

হাকিমপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘টিসিবির ডিলার নিয়োগ থেকে শুরু করে টিসিবির পণ্য উত্তোলন ও বিক্রির বিষয়টি আমাদের দফতরের নয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরের মাধ্যমে তদারক করে থাকেন। এ বিষয়ে তার সঙ্গে কথা বললেই বিস্তারিত জানতে পারবেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. শুকরিয়া পারভীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার জানা মতে হাকিমপুর উপজেলায় দুজন টিসিবির ডিলার রয়েছেন। যারা এখন পর্যন্ত পণ্য উত্তোলন করেনননি এবং মাল বিক্রিও শুরু করেননি। বিষয়টি নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় নির্ধারণ করবো।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে