X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৯: পরিবারে কাছে লাশ হস্তান্তর

নীলফামারী প্রতিনিধি
১৮ জুন ২০১৮, ২১:০৯আপডেট : ১৮ জুন ২০১৮, ২১:০৯

নিহতদের স্বজনদের আহাজারি

নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। সৈয়দপুর থানার ওসি মো. শাহাজান পাশা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। এঘটনায় আহত ১১ জনের মধ্যে ৮ জন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ৩ জন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন, চওড়াবড়গাছা ইউনিয়নের নতিবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে রুবেল ইসলাম (২৫) জাবেদ আলীর ছেলে শামীম (১৭), আনারুল ইসলামের ছেলে রাব্বী (১৪) তবিবর রহমানের ছেলে খায়রুল ইসলাম (১৪), আব্দুর রশিদের ছেলে ডালিম (১৯), হাফিজুল ইসলামের ছেলে মাজেদুল ইসলাম (১৫),একই ইউনিয়নের আরাজী দলুয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে ময়নুল (২০), গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে বিধান চন্দ্র রায় (২৫), টুপামারী ইউনিয়নের কিষামত দোগাছী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মিজানুর রহমান (২০)।

রবিবার (১৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর বাইপাস সড়কে ধলাগাছ নামক স্থানে দূর্ঘটনার পর লাশ উদ্ধার করে সোমবার (১৮জুন) ভোর পর্যন্ত পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ৯ জনের বাড়ি জেলা সদরে বিভিন্ন এলাকায়।

নীলফামারী সদর থানার ওসি (তদন্ত) এরশাদ আলম জানান, দুর্ঘটনার পর নিহতদের পরিচয় নিশ্চিত হয়ে সৈয়দপুর থানা পুলিশ ৯ জনের লাশ নীলফামারী সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। সেখান থেকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা বাংলা ট্রিবিউনকে বলেন,‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত ও নিহতদের মধ্যে কেউ বাদী না হলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে। চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত পিকআপটি থানা হেফাজতে রয়েছে।’

উল্লেখ্য, গত রবিবার ঈদের আনন্দে ঘুরতে যাওয়া একদল যুবক একটি পিকআপে করে (নীলফামারী-ন-১১-০০০৭) দিনাজপুর জেলার স্বপ্নপুরী থেকে নীলফামারী জেলা সদরের চওড়া ইউনিয়নের বাড়িতে ফিরছিল। সৈয়দপুর বাইপাস সড়কের ধলাগাছে পৌঁছালে পেছন থেকে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি সড়কের পাশে উল্টে পড়ে। এসময় ছিটকে পড়ে ও পিকআপের চাপায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। আহত ১১ জনকে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
৪৮ ঘণ্টার ধর্মঘটে বান্দরবানে দূরপাল্লার যান চলাচল বন্ধ
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস
নানা কর্মসূচিতে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস
নানা কর্মসূচিতে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস
ইন্দোনেশিয়ায় মধ্যরাতে ৬.৫ মাত্রার ভূমিকম্প
ইন্দোনেশিয়ায় মধ্যরাতে ৬.৫ মাত্রার ভূমিকম্প
সর্বাধিক পঠিত
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ