X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘বিকল্প উপায়ে যেকোনও সময় চালু হতে পারে বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র’

দিনাজপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০১৮, ১৭:৩৮আপডেট : ২৭ জুলাই ২০১৮, ১৯:৫৪

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিদ্যুৎ বিভাগের সচিব বিকল্প উপায়ে যেকোনও সময় দিনাজপুরের বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎকেন্দ্র চালু হতে পারে। বিদ্যুৎ বিভাগের সচিব আহমেদ কায়কোয়াস একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘তাপবিদ্যুৎকেন্দ্র যেকোনও সময়ে বিকল্প উপায়ে চালু হতে পারে।’ এছাড়া বিদ্যুৎকেন্দ্রের সবার ঈদের ছুটি বাতিল করেছেন তিনি।

বড়পুকুরিয়া খনিতে কয়লা চুরি ও কয়লার অভাবে বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় শুক্রবার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন জ্বালানি মন্ত্রণালয়ের সচিব, বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব, পেট্রোবাংলা ও পিডিবি’র চেয়ারম্যান। তারা বিদ্যুৎকেন্দ্রের প্রশাসনিক এলাকায় কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব আহমেদ কায়কোয়াস তাপবিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের আগামী ঈদের ছুটি বাতিলের কথা জানান।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব আহমেদ কায়কোয়াস জানান, বাংলাদেশের যা চাহিদা তা পূরণের ক্ষমতা দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর রয়েছে। তবে দূরবর্তী হওয়ার কারণে ভোল্টেজ ব্যালেন্সে সমস্যা হচ্ছে। ৮টি জেলায় ১০০-১৫০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে। তাই এক থেকে দেড় ঘণ্টা করে লোডশেডিং দেওয়া হচ্ছে। তাছাড়া সিরাজগঞ্জে গ্যাস সরবরাহ বৃদ্ধি করে লোডশেডিংয়ের মাত্রা কমানো হয়েছে বলে জানান তিনি।

পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর ফয়জুল্লাহ বলেন, ‘যারা এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। কয়লায় ঘাপলা করে যারা লোকজনকে কষ্টে ফেলেছেন তাদের বিষয়টি কোনোভাবেই হালকা করে দেখার কোনও উপায় নেই। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি/সিএমসি কর্মকর্তাদের জানানো হয়েছে যাতে দ্রুত কয়লা উৎপাদন শুরু হয়। দ্রুত কয়লা উৎপাদনে যেতে তারা রাজি হয়েছে এবং দ্রুত কাজ করার কথা জানিয়েছে। একইসঙ্গে চীনের ও স্থানীয় শ্রমিকরা তাদের ছুটি নেবে না বলে জানিয়েছেন।’

তিনি বলেন, সেপ্টেম্বরের প্রথম থেকেই খনির উত্তোলন শুরু হবে।

জ্বালানি বিভাগের সচিব আবু হেনা রহমতুল মুনিম জানান, খনিতে কয়লা ঘাটতির ব্যাপারে কর্মকর্তারা কী বলছেন এবং বাস্তবে কয়লার বিষয়টি দেখতে তারো এসেছেন। তাপবিদ্যুৎকেন্দ্রে চাহিদা মোতাবেক কয়লা সরবরাহ কবে নাগাদ দেওয়া সম্ভব এবং কয়লা খনির উৎপাদন কবে শুরু করা সম্ভব সেটিও পরিদর্শনের বিষয় ছিল। এ ব্যাপারে মামলা হয়েছে, দুদক বিষয়টি তদন্ত করছে। সত্যিকার অর্থে কয়লা ঘাটতি হলে তার দায়-দায়িত্ব কর্মকর্তাদের এবং তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?