X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে বৃহস্পতিবার থেকে তিন দিনের জেলা ইজতেমা শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৮, ১৫:৪৮আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৫:৪৮

কুড়িগ্রামে বৃহস্পতিবার থেকে তিন দিনের জেলা ইজতেমা শুরু কুড়িগ্রামে আগামী বৃহস্পতিবার (১৫ নভেম্বর) থেকে শুরু হচ্ছে তাবলীগ জামাতের তিন দিনের জেলা ইজতেমা। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে তিন দিনব্যাপী এ জেলা ইজতেমা শুরু হবে।

ইজতেমা সফল করতে ইতোমধ্যে সব আয়োজন সম্পন্ন শেষ হয়েছে বলে কুড়িগ্রাম জেলা মার্কাজ মসজিদ সূত্রে জানা গেছে।

ইসলামের দাওয়াতের কাজ চলমান রাখতে জেলাভিত্তিক ইজতেমার আয়োজন করা হয়েছে জানিয়ে ইজতেমার মুরব্বীরা জানান, ইজতেমায় জেলার ৯ উপজেলার তাবলীগের সাথীরা ছাড়াও রংপুর অঞ্চলের বিভিন্ন জেলার লক্ষাধিক মুসল্লির সমাগম হবে । আগামী শনিবার (১৭ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

কুড়িগ্রাম জেলা তাবলীগের মুরব্বিরা জানান, ইতোমধ্যে মুসল্লিরা মাঠে এসে উপস্থিত হতে শুরু করেছেন। বৃহস্পতিবার ফজরের নামাজের পর ইজতেমার মূল কার্যক্রম শুরু হবে। স্থানীয় মুরুব্বীরা ছাড়াও কাকরাইল থেকে তাবলীগ জামাতের একটি দল বয়ান পরিচালনায় অংশ নেবেন।

ইজতেমা কমিটি সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার সাথীরা স্বেচ্ছায় পর্যায়ক্রমে ইজতেমা মাঠের কাজ সম্পন্ন করেছেন। ইজতেমা মাঠে বিদ্যুৎ, পানি ও স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। ইজতেমা মাঠে ৩০ টি টিউবওয়েল, ৫শ’ ল্যাট্রিন ও ইজতেমায় আাগত মুসল্লিদের জন্য পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। ইজতেমা মাঠে সার্বক্ষণিক একটি মেডিক্যাল টিম দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা.এসএম আমিনুল ইসলাম।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজার রহমান বলেন, ‘ইজতেমা মাঠে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস