X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

স্বাধীনতার বিপক্ষে কাজ করেছিলেন জিয়া: সংস্কৃতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৮, ১৮:১১আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৮:২৮

বক্তব্য রাখছেন আসাদুজ্জামান নূর (ছবি– প্রতিনিধি)

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানি অনুপ্রবেশকারী। সে মুক্তির জন্য যুদ্ধ করেনি। স্বাধীনতার বিপক্ষে কাজ করেছিল। তার আমলে গোলাম আযমকে দেশে এনে নাগরিকত্ব দিয়ে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়।’

শনিবার (১৭ নভেম্বর) বিকালে নীলফামারী সদরে স্থানীয় শহীদ মিনার চত্বরে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারীদের বাঁচানোর জন্য ইনডেমনিটি (দায়মুক্তি) আইন করে বিচারপ্রক্রিয়া চিরদিনের জন্য বন্ধ করে দেয় জিয়া। উড়ে এসে জুড়ে বসেছিল সে।’

মন্ত্রী আরও বলেন, ‘২০১৩-১৪ সালে আগুন সন্ত্রাস করে ক্ষমতায় আসতে চেয়েছিল বিএনপি-জামায়াত জোট। ধর্মের নামে ভুল ব্যাখ্যা দিয়ে যুব সমাজেকে বিভ্রান্ত করেছে তারা। সেই সময় থানায় আগুন, চলন্ত বাসে আগুন, স্কুলে আগুন দেওয়াসহ রেললাইন তুলে ফেলে দেশটাকে ধ্বংস করেছে তারা। আর শেখ হাসিনার সরকার উন্নয়নের স্বার্থে দিন-রাত কাজে করে যাচ্ছে। দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করছেন শেখ হাসিনা।’

জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র বর্ধন বাপীর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন– জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মুসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মাসুদ আলাল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সদর উপজেলা যুবলীগের সভাপতি প্রনোবানন্দ রায়, সাধারণ সম্পাদক রফিক, সাংগঠনিক সম্পাদক নূরুজ্জামান বুলেট প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন