X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রংপুরে ভ্রাম্যমাণ আদালতের নামে হয়রানির অভিযোগে ধর্মঘট

রংপুর প্রতিনিধি
২৬ মে ২০১৯, ১৫:০২আপডেট : ২৬ মে ২০১৯, ১৫:০২





রংপুর শহরের বন্ধ থাকা কয়েকটি হোটেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে হয়রানি ও অস্বাভাবিক হারে জরিমানা আদায়ের অভিযোগ এনে, এর প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন রংপুর নগরীর সব খাবার হোটেল, রেস্টুরেন্ট ও বেকারির মালিকেরা। দোকান বন্ধ রেখে রবিবার (২৬ মে) সকাল থেকে তারা এ ধর্মঘট শুরু করেন।

সরেজমিন নগরীর কাছারী বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সব হোটেল, রেস্টুরেন্ট ও বেকারি বন্ধ রাখা হয়েছে। সাধারণত বেলা ১১টার পর থেকে ইফতার সামগ্রী বিক্রি শুরু হয়। কিন্তু আজ কোনও দোকানেই ইফতার সামগ্রী তৈরি করতে দেখা যায়নি। বন্ধ রাখা হয়েছে দোকানগুলো।

হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আব্দুল মজিদ খোকন বলেন, ‘রংপুর নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে বিভিন্ন হোটেলে গিয়ে অস্বাভাবিক হারে জরিমানা আদায় করা হচ্ছে। দোকানে সারাদিনের বিক্রি ২০ থেকে ২৫ হাজার টাকা, সেখানে জরিমানা করা হচ্ছে দুই-তিন লাখ টাকা। যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আমাদের হয়রানি করা হচ্ছে। এ কারণে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছি।’

একই অভিযোগ করেন বেকারি মালিক সমিতির সভাপতি নুরুল হক মুন্না। তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত যে জরিমানা করছে, তা আমাদের পুঁজির চেয়ে বেশি। ফলে আমাদের পক্ষে ব্যবসা চালানো সম্ভব হচ্ছে না। অনতিবিলম্বে এ অভিযান বন্ধের দাবি জানাচ্ছি।’

তবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা হোটেল, রেস্টুরেন্ট ও বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পক্ষে। তাদের অভিযোগ, হোটেল ও রেস্টুরেন্টগুলোতে পঁচা ও বাসি খাবার বিক্রি করা হচ্ছে। নোংরা পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে। খাবারের সঙ্গে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। সরকারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা একটি ভালো পদক্ষেপ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে