X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘কালোবাজারিরা ট্রেনের টিকিট পায় কীভাবে?’

বিপুল সরকার সানি, দিনাজপুর
১৮ আগস্ট ২০১৯, ২১:১০আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২১:৩১

দিনাজপুর রেলওয়ে স্টেশন ‘আমরা প্রতিনিয়তই টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানাও করা হচ্ছে। এরপরও রোধ করা যাচ্ছে না। আমিও জানতে চাই- ট্রেনের টিকিট কালোবাজারি যারা করে, তারা টিকিট পায় কীভাবে? আমরা তো আমাদের কাজ করছি। তবে, সুনির্দিষ্ট অভিযোগ না পেলে তো আমরা সবকিছু করতে পারি না।’ ট্রেনের টিকিট কালোবাজারি প্রসঙ্গে জানতে চাইলে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) ফিরুজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ বলেন, ‘ভেতরে টিকিট কালোবাজারি হলে সেটি দেখার দায়িত্ব জিআরপি পুলিশের। আর বাইরে যদি কালোবাজারি হয়, তাহলে জড়িতদের আমরা আটক করি। কালোবাজারি সচরাচর রেলওয়ে স্টেশনের ভেতরেই হয়, বাইরে তেমনটা হয় না। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালালে আমরা সঙ্গে থাকতে পারি।’ 

এ প্রসঙ্গে জানতে রেলওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) গুলজার হোসেনের মোবাইলফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।

আরও খবর... বেকার ও নেশাগ্রস্তরা ট্রেনের টিকিট কালোবাজারি করছে!

দিনাজপুর রেলওয়ে স্টেশন ঘুরে জানা গেছে, দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে সবসময়ই কালোবাজারিতে টিকিট বেচাকেনা হয়। এরসঙ্গে ১৫-২০ জনের একটি চক্র জড়ি রয়েছে। এরমধ্যে কেউ ফ্ল্যাক্সিলোডের ব্যবসায়ী, কেউ হকার ও কেউ বেকার। টিকিট কালোবাজারি করাই তাদের মূল কাজ।

রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে স্টেশনের মূল গেটে কথা হয় রফিকুল ইসলামের সঙ্গে। তিনি ২০ আগস্টের টিকিট কেনার জন্য এসেছেন। রফিকুলের অভিযোগ, এসি কিংবা এসি চেয়ারের টিকিট পাওয়া যায়নি। শোভন চেয়ারের টিকিট কিনেছেন। ৩-৪ দিন আগে না কিনলে টিকিট পাওয়া যায় না। অনলাইনের কথা বলে টিকিট দেওয়া হয় না। পরে বাধ্য হয়েই বেশি টাকা দিয়ে কালোবাজারিদের কাছ থেকে কিনতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্টেশন এলাকার এক দোকানদার বলেন, ‘এখানে যারা টিকিট কালোবাজারিতে বিক্রি করে তাদের প্রতিদিনের আয় প্রায় ৫ হাজার টাকা। একটি টিকিট কালোবাজারিতে ন্যূনতম পাঁচশ টাকা লাভ না হলে বিক্রি করা হয় না। কখনও কখনও একটি টিকিটে লাভ হয় দেড় হাজার টাকা পর্যন্ত! তাদের যে সিন্ডিকেট রয়েছে, সেটি খুবই শক্তিশালী। তারা প্রকাশ্যে এসব করলেও কাউকে আটক করা হয় না। মাঝে-মাঝে দুই একজনকে আটক করা হলেও কয়েকদিনের মধ্যেই ছাড়া পেয়ে যায়।’

আরেকজন অভিযোগ করেন, ‘আমরা প্রতিনিয়তই দেখি প্রকাশ্যে টিকিট কালোবাজারিতে বেচাকেনা হয়। কেউ আটক হয়, ছাড়া পেয়ে আবার সেই পুরাতন ব্যবসায় আসে। একজন কালোবাজারি টিকিট কিনে সেই টিকিট দ্বিগুণ দামে বিক্রি করেন। ২-৩ দিনের মধ্যেই ডাবল লাভ। ’

দিনাজপুর রেলওয়ে স্টেশন এর আগে শনিবার (১৭ আগস্ট) দিনাজপুর রেলওয়ে স্টেশন মাস্টার নার্গিস বলেন, ‘দিনাজপুর থেকে তিনটি আন্তনগর ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রতিটি ট্রেনে মাত্র ১২৫ থেকে ১৭৫টি আসন বরাদ্দ রয়েছে। কিন্তু, যাত্রীর পরিমাণ বেশি হওয়ায় টিকিট নিয়ে একটু সমস্যা রয়েছে। টিকিট কালোবাজারি থাকলে তাদেরকে আইনের আওতায় আনা হোক।’

এ প্রসঙ্গে দিনাজপুর রেলওয়ে স্টেশনের অতিরিক্ত দায়িত্বে থাকা লালমনিরহাট রেলওয়ে বিভাগের বিভাগীয় প্রধান (পরিবহন) শওকত জামিল মহসীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কালোবাজারি রোধ করতে আমরা ঈদের আগে থেকেই প্রশাসনকে চিঠি দিয়েছি, অধিক সংখ্যক পুলিশ রাখার জন্য বলা হয়েছে। যারা কালোবাজারি করছে, তাদেরকে চেনার উপায় নেই।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
‘মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মারা গেছেন
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
ইউক্রেনের শান্তি আলোচনায় আমন্ত্রণ পায়নি রাশিয়া: সুইজারল্যান্ড
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণের শর্তে আটকে ফেলেছে: ক্যাব
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ