X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় উদ্ধার হওয়া মাছ ব্যবসায়ীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২০, ০৫:০৮আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ০৫:০৮

গাইবান্ধা জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জে পা ভাঙা বস্তাভর্তি অবস্থায় শিমুল মিয়া (২৫) নামে এক মাছ ব্যবসায়ীকে উদ্ধার করে স্থানীয়রা। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

খবর পেয়ে পুলিশ সোমবার (২০ ডিসেম্বর) রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ফুল পুকুরিয়া বাজার থেকে লাশ উদ্ধার করে। এর আগে সন্ধ্যায় ঘুমানিগঞ্জ (নেংড়াবাজার) এলাকার রাস্তার পাশের একটি ধান ক্ষেত থেকে বস্তাভর্তি অবস্থায় শিমুলকে উদ্ধার করে স্থানীয়রা।

২৫ বছর বয়সী শিমুল মিয়ার ডান পা ভাঙাসহ শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, লাঠি দিয়ে পিটিয়ে ডান পা ভেঙে দেওয়াসহ গুরুত্বর আঘাত করা হয় শিমুলকে। তাকে মৃত ভেবে বস্তাবন্দি করে ধান ক্ষেতে ফেলে যায় দুর্বৃত্তরা। 

পেশায় মাছ ব্যবসায়ী শিমুল মিয়ার বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বেয়ারহাট (মুন্নাপাড়া) গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল মুতাল্লির ছেলে। 

ঘটনার সত্যতা স্বীকার করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আফজাল হোসেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সন্ধ্যায় ধান ক্ষেতে একটি বস্তা দেখতে পান স্থানীয় লোকজন। পরে বস্তার মুখ খুলে পা ভাঙা অবস্থায় ওই যুবককে দেখেন এলাকাবাসী। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি শিমুলের বলে নিশ্চিত করেন। 

তিনি আরও জানান, এটি হত্যাকাণ্ড নিশ্চিত হওয়া গেলেও এর কারণ ও জড়িতদের শনাক্তে মাঠে অনুসন্ধান চালানো হচ্ছে। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় নিহতের পরিবার থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা