X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সিফাতকে খুন করে ধানক্ষেতে মাটি চাপা দেয় খুনিরা

পঞ্চগড় প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২১, ০০:০০আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০০:০০

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর ফাহিদ হাসান সিফাত (১৮) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে র‌্যাব-১৩। এ ঘটনায় একই এলাকার মতিউর রহমান মতিকে গ্রেফতার ও ৩ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) রাধানগর ইউনিয়নের ছোটদাপ এলাকায় একটি ধানক্ষেত থেকে মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সিফাত ওই এলাকার সফিকুল ইসলামের ছেলে এবং দিনাজপুর আদর্শ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। আটককৃতরা হলেন, মোখলেছার রহমান, ময়না বেগম ও লিমন।

জানা গেছে, গত ৩ জানুয়ারি সিফাত দিনাজপুর থেকে বাসায় আসে। গত ৪ জানুয়ারি রাত ৮টায় সিফাতকে ব্যাডমিন্টন খেলার জন্য বাড়ির পাশে ডেকে নিয়ে যায় মতিউর। পরে সিফাতের বাবা মা তাকে না পেয়ে ৫ জানুয়ারি সন্ধ্যায় আটোয়ারী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তারপরেও সিফাতকে না পাওয়ায় গত ৮ জানুয়ারি তার বাবা র‌্যাবের দ্বারস্থ হলে উদ্ধার অভিযানে নামে র‌্যাব-১৩।

র‌্যাব-১৩ জানায়, সোমবার (৪ জানুয়ারি) রাত থেকে সিফাত নিখোঁজ ছিল। পরে তার বাবা শফিকুল ইসলাম ছেলের নিখোঁজে থানায় মামলা শেষে অভিযোগটি আমাদের জানায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে ওই এলাকার প্রতিবেশী মতিউর রহমানকে আটক করা হয় এবং তার জবানবন্দিতে আরও ৩ জনকে আটক করা হয়। পরে মতিউরের স্বীকারোক্তি অনুযায়ী ১৮ ঘণ্টার প্রচেষ্টার পর শনিবার দুপুরে মাটি খুঁড়ে সিফাতের মরদেহ উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, নির্জনে ডেকে নিয়ে সিফাতকে শ্বাসরোধে হত্যা করে ধানক্ষেতে মাটি চাপা দেয় খুনিরা। পরে সিফাতের ফোন থেকেই তার বাবার কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। হত্যার আগেই খুনিরা গর্ত করে রাখে। পরে সেই গর্তেই লাশ মাটি চাপা দেয়।

সিফাতের বাবা সফিকুল ইসলাম জানান, গত ৪ জানুয়ারি সিফাত নিখোঁজ হয়। তাকে খুঁজে না পেয়ে ৫ জানুয়ারি আটোয়ারী থানায় সাধারণ ডায়েরি করি। ওই দিন সন্ধ্যায় সিফাতের মুঠোফোন থেকে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোন আসে। এরপর এক লাখ টাকা দিতেও রাজি হই এবং অপহরণকারীর কথা মতো বিকাশে ৮ হাজার টাকা পাঠাই। ১৪ দিন পরে ছেলেকে ফেরত দেবে বলে অপহরণকারী চক্র জানায়। এরপরও সিফাতের কোন সন্ধান বের করতে না পারায় র‌্যাবের কাছে যাই। কেন, কী কারণে আমার ছেলেকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আমি এর সুষ্ঠু বিচার চাই।

সিফাতের মা শারমিনা আক্তারও কান্নাজড়িত কণ্ঠে ছেলে হত্যার বিচার চান। যারা যারা এ হত্যাকাণ্ডে জড়িত তাদের প্রত্যেককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস জানান, অভিযোগের পর পরই আমরা অভিযানে নেমেছি। মোবাইল ট্র্যাকিংসহ বিভিন্ন পদ্ধতিতে আমরা মতিউরকে আটক করি। তার স্বীকারোক্তি অনুযায়ী জানা যায় সে সিফাতকে হত্যা করে মাটিতে পুঁতে রেখেছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সে একাই এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করলেও তদন্তে বিস্তারিত জানা যাবে। ময়না তদন্তসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা তার লাশ আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল ও হত্যাকারীর মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এদিকে আটোয়ারী থানার ওসি মো. ইজারউদ্দীন জানান, সিফাতের লাশ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। মতিউরকে গ্রেফতার ও তার বাবা মাসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটোয়ারী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?