X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

এরশাদের কবর ঘিরে কমপ্লেক্স না করায় কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে ক্ষোভ

রংপুর প্রতিনিধি
২১ মার্চ ২০২১, ০০:০৯আপডেট : ২১ মার্চ ২০২১, ০০:০৯

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২০ মার্চ) রংপুরে তার কবর জেয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এরশাদের কবর জেয়ারত করতে রংপুরের বাইরের কোন কেন্দ্রীয় নেতা বা তার পরিবার সদস্যদের আসতে দেখা যায়নি।

এদিন সকালে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ যৌথভাবে দলনেতার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তারা মরহুমের কবরের পাশে দোয়া ও ফাতেহা পাঠ করেন। পরে কবর প্রাঙ্গণেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেখানে বক্তব্য দেন রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাপার ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, কেন্দ্রীয় কমিটির সদস্য মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা কমিটির সাধরণ সম্পাদক হাজি আ. রাজ্জাকসহ জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রংপুর সিটি মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা অভিযোগ করেন, হুসেইন মহম্মদ এরশাদের মৃত্যুর পর দলের কেন্দ্রীয় নেতারা তার কবর ঘিরে একটি কমপ্লেক্স নির্মাণ করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু, দেড় বছর অতিবাহিত হওয়ার পরেও আজও তা বাস্তবায়িত হয়নি।

তিনি বলেন, দলে অনেক সংসদ সদস্য আছেন, কো-চেয়ারম্যান আছেন, প্রেসিডিয়াম সদস্য আছেন কিন্তু, তাদের কোনও আন্তরিকতা লক্ষ্য করা যাচ্ছে না। এ ঘটনায় রংপুরে দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কমপ্লেক্স নির্মাণ করা একটি ছোট্ট কাজ, এটাই যদি তারা করতে না পারেন তাহলে বলে দিলেই পারেন তারা করতে পারবেন না। আমাদের নেতা এরশাদের কবর ঘিরে একটি কমপ্লেক্স আমরাই নির্মাণ করে দেবো।

দলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এরশাদ নাম ব্যবহার করে সুবিধা নেবেন আর তার কবরে কমপ্লেক্স নির্মাণ করবেন না তা হতে পারে না।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজকের আবহাওয়া: ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?