X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

দুই পদে এক ব্যক্তি, ব্যবস্থা নিতে ইউএনও'র চিঠি

হিলি প্রতিনিধি
১৮ মে ২০২১, ১৭:১৫আপডেট : ১৮ মে ২০২১, ১৭:১৫

হাকিমপুর (হিলি) সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিরামপুর পৌরসভার মেয়র মো. আককাস আলী নীতিমালা অনুযায়ী একইসঙ্গে দুটি পদে দায়িত্ব পালন করতে পারবেন কিনা, জানতে চেয়ে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম।

সম্প্রতি হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক এবং জেলা প্রশাসককে এই চিঠি দেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে জানান, গত ২৮ মার্চ প্রকাশিত এমপিও নীতিমালার ১১ (১৭) ধারা অনুযায়ী এমপিওভুক্ত কোনও শিক্ষক-কর্মচারী একইসঙ্গে একাধিক কোনও পদে বা চাকরিতে নিয়োজিত থাকতে পারবেন না। হাকিমপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (ইনডেক্স নম্বর-৪১৭১২৭) ২০২১ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত বিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন। ২৫ জানুয়ারি নির্বাচনের গেজেট প্রকাশিত হয়, গত ৮ ফেব্রুয়ারি আককাস আলী মেয়র হিসেবে শপথ নেন। তাই এমপিও নীতিমালা অনুযায়ী আককাস আলী একইসঙ্গে দুটি পদে দায়িত্ব পালন বা বেতন বইতে স্বাক্ষর বা উত্তোলন করতে পারবেন কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানিয়ে পত্র পাঠানো হয়েছে।

এদিকে গত ৪ মে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ জুন সব ধরনের বিধি বিধান উপেক্ষা করে ১৬ জন জ্যেষ্ঠ শিক্ষককে ডিঙিয়ে প্রভাষক থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন আককাস আলী।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত