X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কমেছে তিস্তার পানি, ফেরেনি স্বস্তি

নীলফামারী প্রতিনিধি
২০ আগস্ট ২০২১, ২১:৫৯আপডেট : ২০ আগস্ট ২০২১, ২৩:১০

বাড়া-কমার মধ্যে রয়েছে নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি। শুক্রবার (২০ আগস্ট) সকাল ৬টার দিকে এ নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সন্ধ্যা ৬টা থেকে এ পয়েন্টে পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সাময়িক পানি কমলেও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের মনে স্বস্তি ফেরেনি। কেননা, যেকোনও সময় আবারও বিপৎসীমা অতিক্রম করতে পারে তিস্তার পানি। এছাড়া গত কয়েক দিন তিস্তায় পানি বেশি থাকায় প্লাবিত হয়েছে আশপাশের নিম্নাঞ্চল। এতে পানিবন্দি রয়েছে কয়েক হাজার পরিবার।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক মো. নুরুল ইসলাম বলেন, ‘নদীর পানি বাড়া-কমার মধ্যে রয়েছে। পানি সামাল দিতে ব্যারাজের ৪৪টি স্লুইসগেট খুলে রাখা হয়েছে।’

পাউবো সূত্র জানায়, আজ সকাল ৬টায় ব্যারাজ পয়েন্টে নদীর পানি ২০ এবং ৯টায় ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর বেলা ১২টায় বিপৎসীমার চার সেন্টিমিটার নিচে নামে। বিকাল ৩টায় আরও কমে ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সন্ধ্যার পর আরও কমে এ নদীর পানি। এ ব্যারাজ পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার।

চলতি বর্ষা মৌসুমে প্রথম তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করে গত ১৩ আগস্ট (শুক্রবার); সেদিন বিকাল ৩টায় সেখানে পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। শনিবার বিকাল ৩টায় ১০, রবিবার ১০ এবং সোমবার সকাল ৬টায় ১০ সেন্টিমিটার ওপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হয়। সোমবার বিকাল ৩টায় দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকে।

সূত্র জানায়, ভারতের গজলডোবা ব্যারাজের জলকপাট খুলে দেওয়ায় তিস্তার পানি বেড়ে তীরবর্তী লোকজন বিপাকে পড়েছে। এতে জেলার ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের ১৫ গ্রামের পাঁচ হাজারের বেশি পরিবার পানিবন্দি রয়েছে। এসব পরিবারে দেখা দিয়েছে খাদ্যাভাব।

ডিমলার উপজেলার পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খাঁন বলেন, ‘উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির ফলে তিস্তার পানি বাড়ায় পানিবন্দি হয়ে পড়ছে পরিবারগুলো। এ জন্য আতঙ্কে থাকতে হচ্ছে তাদের। বিশেষ করে শিশু, বয়স্কদের নিয়ে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। এদিকে, নিম্নাঞ্চলসহ উঁচু এলাকায় পানি ওঠায় গো-খাদের সংকট দেখা দিয়েছে।’

উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হক বলেন, ‘ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তার পানি বাড়ছে। পানি বৃদ্ধির ফলে ইউনিয়নের প্রায় ৬০০ পরিবার ইতোমধ্যে পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে, ফসলি জমি তলিয়ে পচে যাচ্ছে আমন ধানের চারা। এ ক্ষতি পুষিয়ে নিতে অনেক বেগ পেতে হবে।’

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা প্রিন্স বলেন, ‘ভারতের শিলিগুড়ি ও দার্জিলিংয়ে ব্যাপক বৃষ্টিপাতের কারণে ভাটি অঞ্চলে পানি প্রবাহ বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে। ফলে লালমনিরহাট ও নীলফামারী জেলার ডিমলা ও জলঢাকার একাধিক এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার সকালে ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও সন্ধ্যা ছয়টায় ২০ সেন্টিমিটার নিচে নামে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সব (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে।’

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায় বলেন, ‘তিস্তা পাড়ের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এ পর্যন্ত ছয় মেট্রিক টন চাল এবং ২৫০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে বাকি ইউনিয়নে খাদ্য সহায়তা দেওয়া হবে। জনপ্রতিনিধিদের সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
তিস্তার বাঁধ ভেঙে শীতকালেও বন্যা, পানির নিচে পেঁয়াজ-আলু-ভুট্টা
তিস্তা নদী নিয়ে চীনের প্রস্তাব বিবেচনা করবে সরকার
নির্বাচনের পর তিস্তা প্রকল্পের কাজ শুরু করতে চায় চীন
সর্বশেষ খবর
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!