X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক

নীলফামারী প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২১, ২০:২৪আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ২০:২৪

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়েছে। চাকা ফেটে বিকল হয়ে যাওয়া নভোএয়ারের বিমানটি রানওয়ে থেকে সরিয়ে নিলে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল থেকে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়। 

এর আগে বুধবার বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের একটি বিমান সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় সামনের চাকা ফেটে যায়। সকাল থেকে এটি মেরামত করা হয়েছে। ঢাকা থেকে এক্সপার্টরা এসে বিমানটি সচল করেছেন। সন্ধ্যা নাগাদ এটি উড্ডয়নের উপযোগী হবে বলে জানিয়েছে নভোএয়ার কর্তৃপক্ষ।

সকালে সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টারের রেকার এনে রানওয়ে থেকে সরানো হয়েছে বিকল বিমানটি। এরপর ফ্লাইট ওঠানামা শুরু হয়। সকাল থেকে নির্ধারিত সব ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করেছে।

বুধবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে বিমানটি অবতরণের সময় চাকা ফেটে রানওয়েতে বিকল হয়ে পড়ে। পাইলটের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ৬৭ যাত্রী। 

ক্ষতিগ্রস্ত বিমানটি বিকল হয়ে রানওয়ের মাঝ বরাবর অবস্থান করায় ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ হয়ে যায়। রাতে বাকি ফ্লাইটগুলো স্থগিত করায় ঢাকাগামী যাত্রীরা চরম বিপাকে পড়েন এবং কেউ কেউ ফিরে যান। আবার অনেকে বাধ্য হয়ে উপজেলা শহরের বিভিন্ন হোটেলে অবস্থান করেন।

সৈয়দপুর আঞ্চলিক বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, বিমানে আগুন লাগার ঘটনা ঘটেনি। শুধু চাকা ফেটে গেছে। এটা বড় কোনও সমস্যা নয়। সকাল থেকে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে।

সৈয়দপুর বিমানবন্দরের নভোএয়ারের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, সামনের চাকা ফেটে হওয়ায় বিমানটি বিকল হয়ে যায়। এয়ারপোর্ট কর্তৃপক্ষ সবগুলো ফ্লাইট স্থগিত করেছিল। যাত্রীদের অন্য ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে যাত্রীদের সার্ভিস দেওয়া হচ্ছে।

 

/এএম/
সম্পর্কিত
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
বাংলাদেশে বিমান মেরামতের কারখানা করতে চায় কানাডিয়ান কোম্পানি
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক