X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শিশু ধর্ষণচেষ্টাকারীর ১০ বছরের কারাদণ্ড

দিনাজপুর প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২১, ১৭:০৬আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৭:০৮

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলার আসামি ইছাহাক আলীকে (৩১) ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে ওই আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন আহমেদ এ রায় দেন। ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

কারাদণ্ডপ্রাপ্ত ইসাহাক আলী পার্বতীপুর উপজেলার আমেরিকান ক্যাম্প পাড়ার ফিরোজ মিয়ার ছেলে। মামলাটি রাষ্ট্রপক্ষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি তৈয়বা বেগম ও আসামি পক্ষে খাইরুল আলম পরিচালনা করেন।

সরকারি কৌঁসুলি তৈয়বা বেগম জানান, ২০২০ সালের ৫ অক্টোবর বিকালে বান্ধবীর সঙ্গে বাড়ির পাশে খেলার সময় ৯ বছর বয়সী এক শিশুকে ইছাহাক তার বাড়িতে নিয়ে ধর্ষণচেষ্টা করে। পরে শিশুটির বান্ধবী বিষয়টি টের পেয়ে ইছাহাকের বাড়িতে প্রবেশ করে হাতে কামড় দিয়ে বান্ধবীকে ছাড়িয়ে নিয়ে চলে আসে। পরে বিষয়টি শিশুটির মাকে অবহিত করলে ঘটনার তিন দিন পর ৮ অক্টোবর শিশুর পিতা বাদী হয়ে পার্বতীপুর থানায় ইছাহাককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আসামি ইছাহাককে গ্রেফতার করে। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তিনি আরও বলেন, ‘আটক আসামি ইতোপূর্বে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছিল। আমরা বিচারকের কাছে তার বিরুদ্ধে প্রমাণ দেখাতে সক্ষম হয়েছি। তাই বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ ও ভুক্তভোগীর পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।’

দিনাজপুর আদালত পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, ‘কারাদণ্ডপ্রাপ্ত ওই আসামিকে বিকালে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বশেষ খবর
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া