X
শনিবার, ৩০ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পণ্য খালাসের দাবিতে হিলি স্থলবন্দরে ভারতের ট্রাকচালকদের অবরোধ

হিলি প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২১, ১৯:১৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৯:১৫

দীর্ঘদিন ধরে আমদানিকৃত পণ্য খালাস না হওয়ায় দ্রুত খালাসের দাবিতে দিনাজপুরের হিলি স্থলবন্দরের প্রবেশপথ অবরোধ করেছেন ভারতীয় ট্রাকচালকরা। এতে বন্দর দিয়ে একঘণ্টা আমদানি-রফতানি বন্ধ ছিল। 

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে হিলি স্থলবন্দরের পানামা পোর্টের পণ্য প্রবেশপথে অবস্থান নেন ভারতীয় ট্রাকচালকরা। এ সময় তাদের ট্রাক থেকে দ্রুত আমদানিকৃত গম খালাসের দাবি জানান।

স্থানীয় সূত্র জানায়, অবরোধের ফলে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়। পরে বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে তারা সেখান থেকে সরে গেলে দুপুর আড়াইটা থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।

ভারতীয় ট্রাকচালক অনিল কুমার বাংলা ট্রিবিউনকে বলেন, এক মাসের বেশি সময় হয়ে গেলো আমরা ভারত থেকে আমদানিকৃত গম নিয়ে হিলি স্থলবন্দরে এসেছি। একজন আমদানিকারকের ২০০ ওপরে গমবোঝাই ট্রাক হিলি স্থলবন্দরের অভ্যন্তরে দাঁড়িয়ে আছে। কিন্তু আজ পর্যন্ত এসব ট্রাক থেকে গম খালাস করা হয়নি। সাধারণত পণ্য নিয়ে আসতে আমাদের ৩-৪ দিন সময় লাগে। সে হিসাব করে আমরা টাকা-পয়সা ও খাবার নিয়ে আসি। কিন্তু এক মাস হয়ে গেলো, আমাদের টাকা-পয়সা, খাবার-দাবার সবশেষ।এখন আমরা চলবো কীভাবে? খাবো কীভাবে সেই নিয়ে দুশ্চিন্তায় পড়ে আছি। আর পার্টির কোনও লোক আসছে না। আমাদের খোঁজখবর নেয় না কেউ। এ জন্য বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি।

ভারতীয় ট্রাকচালক সুদাম মন্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, এক মাসের বেশি সময় হয়ে গেলো গম নিয়ে হিলি স্থলবন্দরে এসেছি। আমার চাচা গতকাল মৃত্যুবরণ করেছেন। আমি গতকাল বন্দরের লোকজনকে অনুরোধ করেছিলাম, ভারতের যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য। কিন্তু কোনও ব্যবস্থা করা হয়নি। আমিও যেতে পারিনি। এমন নানা সমস্যায় পড়েছেন অনেক ট্রাকচালক। বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। হয় আমাদের গাড়ি খালি করা হোক, না হয় আমাদের খাওয়া ও যাওয়ার ব্যবস্থা করুক।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আমদানিকৃত পণ্য নিয়ে ভারতীয় ট্রাক খালি না হওয়ার কারণে ভারতীয় ট্রাকচালকরা বন্দরের গেট অবরোধ করেছিলেন। ভারত থেকে যেসব আমদানিকৃত পণ্যবাহী ট্রাক বন্দরে ঢুকছিল সেগুলোকে তারা ঢুকতে দেয়নি। তাদের কারণে এক ঘণ্টা বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। পরে বিষয়টি নিয়ে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের ডাকা হয়েছিল। ভারতীয় ট্রাকচালকদের সঙ্গে আলোচনা করে আপাতত এসব ট্রাকের পণ্য বন্দরের ওয়্যার হাউজে রাখার সিদ্ধান্তের কথা জানায় সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট। এই শর্তে ভারতীয় ট্রাকচালকরা রাজি হওয়ায় অবরোধ তুলে নিলে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়।

/এএম/
সম্পর্কিত
হিলিতে প্রথমবার কিনোয়া ও চিয়া সিড চাষ, নতুন সম্ভাবনা
বঙ্গবন্ধুর জন্মদিনে দুই স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
কাউন্সিলরকে মারধরের আসামি গ্রেফতার, একদিন পর নাগরিক সেবা চালু
সর্বশেষ খবর
বন্ধুকে ডেকে খুন! গ্রেফতার ৪
বন্ধুকে ডেকে খুন! গ্রেফতার ৪
তোকমা খাওয়ার ১৪ উপকারিতা
তোকমা খাওয়ার ১৪ উপকারিতা
তরমুজের দাম বেশি চাওয়ায় দুই পক্ষের সংঘর্ষ
তরমুজের দাম বেশি চাওয়ায় দুই পক্ষের সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
বুয়েটে ছাত্রলীগের প্রবেশের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সিট বাতিল
বুয়েটে ছাত্রলীগের প্রবেশের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সিট বাতিল
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’