X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জামিন চাইতে গিয়ে কারাগারে সিপিবির ৬ নেতা

গাইবান্ধা প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, ২১:১৫আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ২১:১৫

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা সভাপতি মিহির ঘোষসহ ছয় নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে রংপুরের বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মজিদের আদালত এই আদেশ দেন। 

আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আসামিরা জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

কারাগারে যাওয়া অন্য নেতা হলেন- সদর উপজেলা সিপিবি সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, পার্টির উপজেলা নেতা জাহাঙ্গীর আলম মন্ডল, দক্ষিণ গিদারীর পার্টি সদস্য আনিছুর রহমান, উত্তর গিদারীর পার্টি সদস্য নবাব আলী ও বাদশা মিয়া।

বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল। তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি মিহির ঘোষসহ সিপিবির ছয় নেতাকর্মীকে হাইকোর্ট ছয় সপ্তাহের জামিন দিয়ে রংপুর সাইবার ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন। বুধবার তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের দিন গত ১১ নভেম্বর গাইবান্ধা সদরের গিদারী ইউনিয়নের কাউন্সিল বাজারে দক্ষিণ গিদারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগণনাকালে সহিংসতার ঘটনা ঘটে। এ নিয়ে গিদারী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশীদ ইদু বাদী হয়ে সদর থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন। এ ছাড়া একই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে অপর একটি মামলা করেন গিদারী ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আতাউর রহমান। এতে ৬৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়।

এদিকে, এ মামলাকে মিথ্যা ও হয়রারিমূলক উল্লেখ করে মিহির ঘোষসহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার সন্ধ্যায় সদর উপজেলার দারিয়াপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সিপিবি'র নেতাকর্মীরা।

/এফআর/
সম্পর্কিত
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
সর্বশেষ খবর
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না