X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রংপুর বিভাগে আবারও বাড়ছে করোনার সংক্রমণ

রংপুর প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২২, ০৬:৫৮আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০৬:৫৮

রংপুর বিভাগের আট জেলায় করোনায় সংক্রমিতের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় (১৯ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত) করোনা শনাক্ত হয়েছেন ৯৯ জনের। যা গেল সাত মাসের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে সংক্রমিতদের মধ্যে সাত জনকে আইসিইউতে রাখা হয়েছে, এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার দাঁড়িয়েছে ২১ দশমিক ২৯ শতাংশ।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. আবু মো. জাকেরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে দিনাজপুরে রেকর্ড ৪৮ জন, রংপুরে ১৮ জন, পঞ্চগড়ে দুই জন, নীলফামারীতে ৯ জন, ঠাকুরগাঁওয়ে ১০ জন এবং লালমনিরহাটে একজন, কুড়িগ্রামে দুই জন এবং গাইবান্ধায় ৯ জন। মোট করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৬৫ জনের।

রংপুর বিভাগে এ পার্যন্ত ৩ লাখ ১০ হাজার ৮৯৬ জনের করোনা পরীক্ষায় এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৬ হাজার ১৫৪ জন। এ পর্যন্ত মারা গেছে ১ হাজার ২৫২ জন। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে সবচেয়ে বেশি মারা গেছে দিনাজপুরে ৩৩২ জন। এরপরেই রয়েছে রংপুরে, ২৯৩ জন। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে ২৫৬ জন, পঞ্চগড়ে ৮১, নীলফামারীতে ৮৯ জন, লালমনিরহাটে ৬৯ কুড়িগ্রামে ৬৯জন এবং গাইবান্ধায় ৬৩ জন।

একইভাবে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে দিনাজপুরে, ১৪ হাজার ৯৬৭ জন। আর রংপুরে ১২ হাজার ৬২৭ জন, পঞ্চগড়ে ৩ হাজার ৮৩৮ জন, নীলফামারীতে ৪ হাজার ৪৬৯ জন, লালমনিরহাটে ২ হাজার ৭৭৭ জন, কুড়িগ্রামে ৪ হাজার ৬৫৩ জন, ঠাকুরগাঁওয়ে ৭ হাজার ৭১৩ জন, গাইবান্ধায় ৪ হাজার ৮৯০ জন। আর বিভাগটিতে সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩০৩ জন।

সার্বিক বিষয়ে জানতে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবু মো. জাকেরুল ইসলাম জানান, দীর্ঘ ৭ মাস পর গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ৮ জেলায় করোনায় আক্রান্ত্রের সংখ্যা ৯৯ জনে দাঁড়িয়েছে। তিনি জানান, করোনায় আক্রান্তদের মধ্যে সাত জনকে দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডের সিসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি জানান, রংপুর বিভাগের তিনটি করোনা হাসপাতালে পর্যাপ্ত বেড খালি আছে আক্রান্ত রোগীদের চিকিৎসায় কোনও সমস্যা হবে না।

তিনি জানান, মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ জন্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

/ইউএস/
সম্পর্কিত
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
দ্রুত করোনার টিকা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি