X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ছাত্রদলের কমিটিতে মাদক মামলার আসামি, প্রতিবাদে নেতাকর্মীদের পদত্যাগ

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২২, ১৬:৪২আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৮:২১

কুড়িগ্রামের রাজিবপুরে ইয়াবাসহ আটক এক নেতাসহ অছাত্র, অনুপ্রবেশকারী ও সুযোগ সন্ধানীদের নিয়ে ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে অনাস্থা প্রকাশ করে ঘোষিত কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বেশ কয়েকজন নেতাকর্মী। গত ২০ জানুয়ারি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান এবং সদস্য সচিব নাজমুল হাসান স্বাক্ষরিত সদর, মোহনগঞ্জ ও কোদালকাটি ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।

রাজিবপুর সদর ইউনিয়নের ঘোষিত কমিটিতে সভাপতির পদ পাওয়া আবু হান্নান মাদক মামলার আসামি। তাকে ২০১৯ সালের ১০ আগস্ট জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চৌরাস্তার মোড়ে একটি রেস্টুরেন্ট থেকে প্রায় ১৮শ’ ইয়াবাসহ গ্রেফতার করে র‌্যাব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তিনি জেলও খেটেছেন। মামলাটি এখনও বিচারাধীন।

ঘোষিত কমিটির প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সদর ইউনিয়ন ছাত্রদলের অন্তত ১১ জন নেতা। তাদের একজন যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান কিরণ। তিনি বলেন, ‘এই কমিটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মাদক সেবন ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া সাধারণ সম্পাদক পদ পাওয়া ফজলুল করিম যুবদল নেতা আব্দুল জলিলের ভাতিজা। সাংগঠনিক যোগ্যতা না থাকলেও স্বজনপ্রীতি করে তাকে পদ দেওয়া হয়েছে। এ ছাড়া অনেকের বিরুদ্ধে ছাত্রলীগের বি টিম হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে রাজিবপুর সদর ইউনিয়নের সদ্য ঘোষিত কমিটির সভাপতি আবু হান্নান নিজের বিরুদ্ধে মাদক মামলা থাকার কথা স্বীকার করে বলেন, ‘নিজ দলের গ্রুপিংয়ে পড়ে আমাকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে। প্রতিপক্ষের দুই নেতা পরিকল্পিতভাবে আমাকে মাদক দিয়ে ফাঁসিয়েছেন। এই মামলায় যারা সাক্ষী তারা ঘটনার প্রকৃত তথ্য আদালতে উপস্থাপন করবেন। আমি নির্দোষ তা আদলতেই প্রমাণ হবে।’ ঘোষিত কমিটি যোগ্য নেতৃবৃন্দ নিয়েই হয়েছে বলে দাবি করেন এই ছাত্রদল নেতা।

কমিটি ঘোষণার পর কমিটির অনেকের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে আবু হান্নান বলেন, ‘পদত্যাগপত্রে যাদের নাম এসেছে তারা কেউ নিজে স্বাক্ষর করেননি।’

মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের ঘোষিত কমিটি থেকে পদত্যাগকারী সাংগঠনিক সম্পাদক নাফিউল আলম জুয়েল বলেন, ‘কমিটিতে অছাত্র, অযোগ্য লোকদের স্থান দেওয়া হয়েছে। যাদের অনেকের স্বাক্ষর করার যোগ্যতাও নেই। তারা ছাত্রদলের নেতা হওয়ার যোগ্য কিনা সে প্রশ্নও রয়েছে। কমিটি ঘোষণা হওয়ার পর এসব অযোগ্য লোকদের দেখে আমিসহ অনেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছি। আমরা চাই এই কমিটি পুনর্মূল্যায়ন করা হোক।’ এই কমিটি ঘোষণায় দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ করেন এই পদত্যাগী নেতা।

এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমানকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি। আর সদস্য সচিব নাজমুল হাসানের ফোন বন্ধ পাওয়া গেছে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল বলেন, ‘আমরা বিষয়গুলো শুনেছি। আবু হান্নানের বিরুদ্ধে মাদকের মামলা থাকলেও তাকে মূলত ফাঁসানো হয়েছে। সে ব্যাপারে আমাদের কাছে সাক্ষ্য প্রমাণও আছে। যোগ্যতা বিবেচনায় নিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। মূলত পদবঞ্চিতরাই এসব অপপ্রচার চালাচ্ছে।’

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান বলেন, ‘ইউনিয়ন কমিটিগুলোর ব্যাপারে দায়বদ্ধতা উপজেলা কমিটির। রাজিবপুরে ঘোষিত কমিটিগুলো নিয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে আজকালের মধ্যে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেবো।’

/এএম/

/এএম/
সম্পর্কিত
ছাত্রদলের ‘সংহতি’ প্রত্যাখ্যান বুয়েট শিক্ষার্থীদের
বুয়েটে ছাত্ররাজনীতি চালুর আগে সব দলের সহাবস্থান চায় ছাত্রদল
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া