X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভিকটিম সাপোর্ট সেন্টারে তরুণীর লাশ, যুবক গ্রেফতার

রংপুর প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২২, ১৯:১৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২০:০৩

রংপুর মহানগরের কোতোয়ালি থানার ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে রুহি আকতার (১৯) নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় আকাশ মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রুহি ঝিনাইদহের হরিণাকুণ্ড থানার হরিয়ারঘাট গ্রামের সেকেন্দার আলীর মেয়ে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আজ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। 

পুলিশ বলছে, রুহি গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আকাশ মিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে রুহির বাবা আজ দুপুরে একটি মামলা করেন।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অপরাধে ভিকটিম সাপোর্ট সেন্টারে দায়িত্বরত উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচ নারী কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আকাশের বাড়ি রংপুরের বাহারকাছনা রাম গোবিন্দমোড় এলাকায়। মোবাইল ফোনে তার সঙ্গে রুহির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে করার আশ্বাস দিয়ে তাকে রংপুরে আসতে বলেন আকাশ। গত শনিবার ঝিনাইদহ থেকে রংপুরে আসেন রুহি। এরপর আকাশের মোবাইল ফোনে বেশ কয়েকবার কল দিয়ে বন্ধ পান।

রংপুর নগরীর সাহেবগঞ্জ এলাকায় ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন দেয়। এরপর হারাগাছ থানা পুলিশ রুহিকে উদ্ধার করে শনিবার রাতে কোতোয়ালি থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। রবিবার বিকালে সেন্টারের দোতলা ভবনে আত্মহত্যা করেন বলে দাবি পুলিশের। পরে লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কোতয়ালি থানার ওসি (তদন্ত) হোসেন আলী জানান, আজ সন্ধ্যায় গংগাচড়া উপজেলা থেকে আকাশকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় নিয়ে আসা হচ্ছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জানান, রুহির পরিবারের লোকজন খবর পেয়ে ঝিনাইদহ থেকে এসেছেন। তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে ৬ মাসের শিশুর লাশ উদ্ধার
নিখোঁজের দুদিন পর পুকুরে ভেসে উঠলো কিশোরের লাশ
নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু
সর্বশেষ খবর
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ