X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, একজনের মৃত্যুদণ্ড অপরজনের যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২২, ১৬:৩১আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৬:৩৩

রংপুর নগরীর মেকুড়া এলাকায় বালু ব্যবসায়ী জুয়েলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তারিক হোসেন এ রায় দেন।

প্রধান আসামি মেহেদী হাসান সাগরকে মৃত্যুদণ্ড এবং অপর আসামি সাকিলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ২৬ এপ্রিল রংপুর মেট্রোপলিটনের মাহিগঞ্জ থানার মেকুড়া এলাকায় বালু ব্যবসায়ী জুয়েল নিজের ট্রাক্টরে বালু উত্তোলন করতে যাওয়ার সময় আসামিরা তাকে তুলে একটি ভুট্টা ক্ষেতে নিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন। এরপর লাশ মাটি খুঁড়ে মাথা ও শরীরের একাংশ পুঁতে রেখে চলে যান। এ ঘটনায় নিহতের বড় ভাই জাকির হোসেন বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে মাহিগঞ্জ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। মামলায় ২৩ সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামি সাগরকে মৃত্যুদণ্ড এবং সাকিলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। বাকি আসামিদের খালাস দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এরপর কঠোর পাহারায় দণ্ডপ্রাপ্ত আসামিদের রংপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায় পুলিশ।

সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী নয়নুর রহমান বলেন, আমরা ন্যায্য বিচার পেয়েছি।

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী এমদাদুল হক রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, এ রায়েরে বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

/এফআর/
সম্পর্কিত
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা