X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হিলিতে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা 

হিলি প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৯

দিনাজপুরের হিলিতে তাপমাত্রা কিছুটা বাড়লেও বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। কুয়াশার কারণে দিনেও সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। সেই সঙ্গে হিমেল বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। কাজ না পেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।

বস্তা সেলাই করে জীবিকা নির্বাহ করা রেশম আকতার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েক দিন ধরে খুব শীত। কাজকর্ম তেমন করতে পারছি না। দুই সন্তান নিয়ে খেয়ে না খেয়ে বেঁচে আছি। কিছুই তো পাই না। না কম্বল, না চাল। সকালে বস্তা সেলাইর কাজে এসেছি। শীতের কারণে সুঁই ধরতে পারছি না। ঠিকমতো সেলাই করতেও পারছি না। বাধ্য হয়ে আগুন পোহাচ্ছি।’

রাজমিস্ত্রি আব্দুর রহমান বলেন, ‘ঠান্ডায় আমাদের খুব কষ্ট হচ্ছে। গত দুই-তিন বছর এমন শীত পড়তে দেখিনি। এমন অবস্থা দাঁড়িয়েছে, কাজে যেতে পারছি না। সাইকেল চালিয়ে অনেক দূরে কাজে যেতে হবে। শীতে খুব সমস্যা হচ্ছে।’

 ভ্যানচালক মশিউর রহমান বলেন, ‘আজ প্রচণ্ড শীত। সেই সঙ্গে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। সামনে কিছু দেখা যাচ্ছে না। ভ্যান চালানো কঠিন হয়ে গেছে। তারপরও পেটের তাগিদে ভ্যান নিয়ে বের হয়েছি। তাছাড়া বাজারঘাটে মানুষ তেমন নেই। রোদ উঠলে শীত কমবে। তখন হয়তো যাত্রী পাবো।’

দিনাজপুর আবহাওয়া অধিদফতরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, ‘আজ (২ ফেব্রুয়ারি) সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চলমান শৈত্যপ্রবাহটি দেশের বিভিন্ন স্থানে কেটে গেছে। তবে দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, নওগাঁ, রাজশাহী জেলায় এখনও শৈত্যপ্রবাহ বিরাজ করছে। বর্তমানে এটি মৃদু আকারে বয়ে যাচ্ছে।’

 

/আরকে/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বইছে শৈত্যপ্রবাহ, কেমন যাবে পুরো সপ্তাহ?
তিস্তার বাঁধ ভেঙে শীতকালেও বন্যা, পানির নিচে পেঁয়াজ-আলু-ভুট্টা
স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়