X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘ঘুষ নিলে বদলি করে কী লাভ, ৩ দিনের মধ্যে বরখাস্ত করেন’

লিয়াকত আলী বাদল, রংপুর
২৮ মার্চ ২০২২, ২০:৪৬আপডেট : ২৮ মার্চ ২০২২, ২০:৫২

রংপুরে সরকারি বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতির বিষয়ে গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ঘুষ ও দুর্নীতির বিষয়ে বিস্তর অভিযোগ তুলেছেন নগরবাসী। এ সময় ঘুষের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন দুদক কমিশনার জহুরুল হক। একই সঙ্গে ঘুষ নিলে বদলি না করে বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। সোমবার (২৮ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রংপুর টাউন হলে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে এক ব্যবসায়ী অভিযোগ করেন, তার প্রতিষ্ঠানের লাইসেন্স করতে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর রংপুরের পরিদর্শক তপন কুমার ফরমের জন্য ১০০ টাকা ঘুষ নেন। সেই সঙ্গে ৩৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষের ওই ১০০ টাকা ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগকারীকে ফেরত এবং ৩৫ হাজার টাকা চাওয়ার অপরাধে তপন কুমারকে ক্ষমা চাইতে বলেন দুদক কমিশনার। 

গণশুনানিতে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। জমা খারিজ ও নামজারির জন্য ঘুষ নেওয়া, দিনের পর দিন হয়রানির কথা তুলে ধরেন ভুক্তভোগীরা। একইভাবে জাতীয় পরিচয়পত্র সংশোধনের নামে বছরের পর বছর ঘুরিয়ে কাজ না করে দেওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। এ নিয়ে জেলা-উপজেলা নির্বাচন কর্মকর্তাকে তিরস্কার করেছেন দুদক কমিশনার। পাশাপাশি চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়ে প্রতারণা, পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে শুনানিতে।

তবে এসব বিষয়ে গণমাধ্যমকর্মীদের কোনও প্রশ্ন কিংবা কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এসব বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন দুদকের মহা-পরিচালক এ কে এম সোহেল। অভিযোগ ও দুই পক্ষের বক্তব্য শুনে দুদককে অনুসন্ধান কিংবা মামলা করার আদেশ দেওয়া হয়নি। গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদক কমিশনার জহুরুল হক, বিশেষ অতিথি ছিলেন দুদকের মহা-পরিচালক এ কে এম সোহেল।

এতে বক্তব্য দেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ ও জেলা প্রশাসক আসিব আহসান। পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ বলেন, ‘আমরা জনগণের সেবক। জনগণের সুযোগ-সুবিধা, নিরাপত্তা সবকিছু দেখা আমাদের দায়িত্ব। আমরা সেই দায়িত্ব যথাসাধ্য পালনের চেষ্টা করি।’

দুদকের মহা-পরিচালক এ কে এম সোহেল বলেন, ‘সংবিধানে পরিষ্কার বলা আছে, রাষ্ট্র এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করবে; যাতে কেউই অনুপার্জিত আয় করতে পারবে না।আজকের গণশুনানির উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, দুর্নীতি প্রতিরোধে জনগণকে আরও সচেতন করে গড়ে তোলা।’

জেলা প্রশাসক আসিব আহসানের সঞ্চালনায় গণশুনানিতে প্রথমে নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র সংশোধনের নামে মানুষকে হয়রানির কয়েকটি অভিযোগ আসে।

কাউনিয়ার মতিনুর রহমান অভিযোগ করেন, ‘দুই বছর আগে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করি। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও পরিচয়পত্র সংশোধন করে দেননি নির্বাচন কর্মকর্তারা। কেন করেননি তা আমি জানি না। এ বিষয়ের সমাধান চাই।’

আইনজীবী শরিফুল ইসলাম অভিযোগ করেন, ‘জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আবেদন করে তিন বছর ধরে ঘুরছি। হয়রানির শিকার হচ্ছি। কিন্তু সমাধান মিলছে না।’

জাতীয় পরিচয়পত্র কেন সংশোধন হচ্ছে না, মানুষকে কেন হয়রানি করা হচ্ছে এসব প্রশ্নের উত্তর উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিমের কাছে জানতে চান দুদক কমিশনার। কিন্তু সন্তোষজনক উত্তর দিতে না পারায় অসন্তোষ হয়ে দুদক কমিশনার বলেন, ‘কোনও সরকারি কর্মচারী কাজ ফেলে রাখার ক্ষমতা রাখেন না। তিন দিনের মধ্যে আবেদনকারীদের কাজ সম্পন্ন করে দেবেন। না হয় দুদকে অভিযোগ করবেন ভুক্তভোগীরা।’

রংপুর সিটি করপোরেশনে জন্ম নিবন্ধন করার নামে তিন জনের কাছ থেকে এক হাজার ২০০ টাকা নিয়ে কাজ না করে দেওয়ার অভিযোগ শুনে ক্ষোভ প্রকাশ করেন দুদক কমিশনার। তিনি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের কাছে জানতে চান, ‘কারা টাকা নিয়ে কাজ করে দেয়নি। তাদের বিরুদ্ধে দুই দিনের মধ্যে ব্যবস্থা নিতে হবে।’

রংপুর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের সেতুর নির্মাণকাজ কেন শেষ হচ্ছে জানতে চান স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম রবি। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, ‘সেতুর কাজ শেষ না হতেই ইউক্যালিপটাস গাছ লাগানোর জন্য ঠিকাদারকে ২০ হাজার টাকা দিয়েছে সিটি করপোরেশন।’ এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে ১৫ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে দুদক কমিশনার বলেন, ‘কাজ না হলে এ নিয়ে মামলা করবে দুদক।’ 

সিটি করপোরেশনের বিরুদ্ধে একই বাড়ির দুটি হোল্ডিং নম্বর করা হয়েছে বলে অভিযোগ করেন খালেদা আকতার। বারবার বলেও কাজ হচ্ছে না বলে অভিযোগ তার। বিষয়টি সমাধানের জন্য সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন দুদক কমিশনার।

ভূমি কর্মকর্তা মেজবাউল ইসলামের পিয়ন মো. রানার বিরুদ্ধে ১৫ হাজার টাকা ঘুষ নিয়ে ভুয়া নামজারির কাগজ করে দেওয়ার অভিযোগ শুনে দুদক কমিশনার উপজেলা ভূমি কর্মকর্তার কাছে জানতে চান, ‘কি ব্যবস্থা নেওয়া হয়েছে?’ উত্তরে ভূমি কর্মকর্তা বলেন, ‘তাদের বদলি করা হয়েছে।’ এতে ক্ষুব্ধ হয়ে দুদক কমিশনার বলেন, ‘তাদের বদলি করে কী লাভ হলো? তারা তো আবারও দুর্নীতি করবে, তিন দিনের মধ্যে তাদের বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেন।’ 

এরপর এক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ৪০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ করেন নগরীর বাসিন্দা সাইদার রহমান। তার অভিযোগের জবাবে দুদক কমিশনার বলেন, ‘কিছু ব্যক্তি প্রতারণা করে মানুষকে ঠকিয়ে ভিআইপি ও সিআইপি হয়ে মানুষের জমিঘর দখল করেন। এসব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আমরা মামলা করবো।’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মাহমুদুল হক অভিযোগ করেন, তিনি ডেইলি স্টারে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। ২০১২ সালে বেরোবিতে দুটি পদে শিক্ষক নেওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়। তিনিসহ ২২ জন আবেদন করেছিলেন। পরে তিনি জানতে পারেন প্রথম ও দ্বিতীয় যারা হয়েছিলেন তাদের ডাকা হয়নি। তিনি ছিলেন তালিকায় প্রথম। অথচ তাকে বাদ দিয়ে অপেক্ষামান তালিকায় নাম না থাকা তাবিউর রহমানকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কাগজপত্র জালিয়াতি করে শিক্ষক হয়েছেন তাবিউর। পরে উচ্চ আদালতের নির্দেশে প্রভাষকের চাকরি পেলেও এখনও তিনি প্রভাষক। অথচ চাকরি স্থায়ী হওয়ার আগেই তাবিউর রহমানকে সহকারী অধ্যাপকের পদোন্নতি দেওয়া হয়েছে।

তার অভিযোগের জবাবে দুদক কমিশনার বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে শুনানিতে উপস্থিত থাকতে বলা হলেও আসেননি। এটি দুঃখজনক। বিষয়টি লিখিতভাবে দুদককে জানালে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
জয়পুরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রামে কাস্টমসে দুদকের অভিযান
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন