X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

একরাতে দুই বার ডাকাতি, অস্ত্রসহ গ্রেফতার ৪

হিলি প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২২, ১২:০২আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১২:১০

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অস্ত্রসহ চার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ এপ্রিল) দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো—জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিন্নিপাড়া গ্রামের মিলন মন্ডল আজুম্মা (৪২), মিজানুর মিজান (৩৪), দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শিবরামপুর গ্রামের ছানোয়ার সরকার (৪০) এবং ঘোড়াঘাট উপজেলার রামপুর-টুবঘরিয়া গ্রামের খন্দকার সোহানুর রহমান (৩৯)।

শুক্রবার রাতে উপজেলার রানীগঞ্জ-ডুগডুগিহাট সড়কের রানীগঞ্জ মহিলা কলেজ এলাকায় পর পর দুই বার ডাকাতির ঘটনা ঘটে। এছাড়া ৭ এপ্রিল রাতে রানীগঞ্জ-সূরা মসজিদ সড়কে মোটরসাইকেল চালকের কাছ থেকে ১৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। কাজী ফার্মস গ্রুপের ট্রাকচালক শহিদুল ইসলাম বাদী হয়ে পাঁচ জনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা করেছেন।

ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) মোমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, রাত ২টায় রানীগঞ্জ বাজার থেকে ডুগডুগিহাট সড়ক দিয়ে কাজী ফার্মস কোম্পানির মাছের খাদ্যবোঝাই একটি ড্রাম ট্রাক বেলওয়া-ছয়ঘট্টি গ্রামে যাচ্ছিল। ট্রাকটি রানীগঞ্জ মহিলা কলেজ এলাকায় পৌঁছালে সড়কে গাছ ফেলে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকচালক ও হেলপারের কাছে থেকে তিনটি মোবাইল ফোন এবং নগদ সাড়ে ২২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এই ঘটনার প্রায় আধাঘণ্টা আগে রাত দেড়টায় একই স্থানে রমজান মাস উপলক্ষে মধ্যরাতে ডাকহাক করা কাফেলা পার্টির কাছে থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ডাকাত দল। ঘটনার পরপরই খবর পেয়ে অভিযান শুরু করে পুলিশ। 

স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলের পার্শ্ববর্তী রামপুর-টুবঘরিয়া সড়কের পাশে সেচ পাম্পের একটি ঘর থেকে দা ও কাস্তেসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ চার জনকে আটক করা হয়। এ সময় আরও কয়েকজন পালিয়ে যায়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পলাতক অপর এক আসামিকে গ্রেফতার এবং এই ডাকাত দলের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের শনিবার সকালে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

/এসএইচ/
সম্পর্কিত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
নদীতে মাছ ধরার সময় জেলেদের ওপর ডাকাতের হামলা
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা