X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

প্রাথমিকে নিয়োগ: ভুয়া পরীক্ষার্থীসহ গ্রেফতার ২, বহিষ্কার ৭২

লালমনিরহাট প্রতিনিধি 
২৩ এপ্রিল ২০২২, ০২:৫৮আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ০২:৫৮



লালমনিরহাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা থেকে ভুয়া পরীক্ষার্থীসহ দুই জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ‘ওএমআর শিট’ ও ‘এনআইডি কার্ড’ সঙ্গে না রাখাসহ নানান অনিয়মের কারণে মোট ৭২ জনকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে একজন ভুয়া পরীক্ষার্থীসহ দুই জনের বিরুদ্ধে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মামলা হয়েছে। আটক ভুয়া পরীক্ষার্থীসহ দুই জনকে ওই মামলায় রাত ১টায় গ্রেফতার দেখানো হয়। এছাড়া নানা অনিয়মের অভিযোগে ওই দুই পরীক্ষার্থীসহ মোট ৭২ জনকে বহিষ্কার করা হয়েছে।

অপরদিকে প্রশ্নপত্র ‘মেঘনা সেট’ সংকটের কারণে ৩৯২ জন পরীক্ষার্থী এক ঘণ্টা দেরিতে পরীক্ষায় অংশ নিয়েছেন। এছাড়া বিভিন্ন কারণে পরীক্ষা দিতে উপস্থিত হননি তিন হাজার ৭০৮জন পরীক্ষার্থী।

জেলার নিয়োগ পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম নবী এসব তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পরীক্ষায় আবেদনকারীদের মধ্যে যাচাই-বাছাই করে লালমনিরহাটের ৪৫টি ইউনিয়ন ও দুটি পৌরসভা এলাকার মোট ১৫ হাজার ১৪৪ জন পরীক্ষার্থীকে অনলাইনে প্রবেশপত্র দেওয়া হয়। এসব পরীক্ষার্থীর মধ্যে তিন হাজার ৮০৭ জন পরীক্ষায় উপস্থিত হননি।  একজন ভুয়া পরীক্ষার্থী, মোবাইলফোনে মেসেজ করে প্রশ্নপত্র বাইরে পাঠানোর চেষ্টাকালে একজন, ওএমআর শিট নিয়ে বাইরে যাওয়ায় ১৮ জন এবং এনআইডি কার্ড সঙ্গে না থাকার কারণে ৫২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে দুই জনকে পুলিশে সোপর্দ করা হয় বলে জানান তিনি।

লালমনিরহাট সদর থানার ওসি মো. শাহা আলম পাবলিক পরীক্ষা আইনে দুই জনের নামে নিয়মিত মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহিদুল ইসলাম (২৮) নামে একজন অন্তর কুমার রায়ের হয়ে পরীক্ষা দিতে গিয়ে কুলাঘাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আটক হন। একই কেন্দ্রে পিযুষ কান্তি রায় (২৮) মোবাইলফোনের মাধ্যমে প্রশ্ন মেসেজ করে বাইরে পাঠানোর সময় হাতেনাতে ধরা পড়েন। এ দুই পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে।’ শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

 

/টিটি/
সম্পর্কিত
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় গ্রুপের ফল প্রকাশ
শিক্ষক নিয়োগে বৈষম্য, আদালতের আদেশ মানছে না এনটিআরসিএ
কানে ডিভাইস নিয়ে নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে উত্তর বলার অপেক্ষায় ভাই
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা