X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল চেয়ারম্যানের ছবি দিয়ে বিতরণ

হিলি প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২২, ২২:১৬আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ২২:১৬

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দেওয়া চাল নিজের ছবি দিয়ে গরিবদের মাঝে বিতরণ করেছেন দিনাজপুরের হিলির খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওছার রহমান। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় এমপির কাছে অভিযোগ করেছেন তারা। 

এদিকে, বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে সারাদেশের মতো হিলির খট্টামাধবপাড়া ইউনিয়নে গরিব অসহায় চার হাজার মানুষের জন্য ১০ কেজি করে ৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। ২৭ এপ্রিল থেকে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে চাল বিতরণ শুরু হয়। চাল বিতরণের সময় একটি করে টোকেন দেওয়া হচ্ছে, যা দেখিয়ে চাল নিতে হচ্ছে। সেখানে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে চেয়ারম্যান নিজের ছবি ব্যবহার করেছেন। দেখে মনে হচ্ছে নিজ উদ্যোগে চাল বিতরণ করছেন চেয়ারম্যান।

খট্টামাধবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মন্ডল বলেন, খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাল বিতরণের সময় নিজের ছবি সংবলিত টোকেন দিচ্ছেন। যেখানে প্রধানমন্ত্রী এই চাল দিচ্ছেন সেখানে তার ছবি কীভাবে ব্যবহার করেন। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিককে জানিয়েছি আমরা।

খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাওছার রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চালের সঙ্গে দেওয়া টোকেনে ছবি দেওয়া আর না দেওয়া দোষের কিছু নয়। আমি মনে করি, তিনি শুধু দলীয় প্রধান নন, সরকারপ্রধানও। সরকারপ্রধান ঈদ উপহার হিসেবে চাল দিচ্ছেন আর আমি স্থানীয় সরকারের প্রতিনিধি হিসেবে বিতরণ করছি। টোকেনের কোথাও লেখা নেই চেয়ারম্যানের সৌজন্যে বা সহযোগিতায় চাল দেওয়া হচ্ছে। শুধুমাত্র এতগুলো মানুষকে চিহ্নিত করতেই এই টোকেন দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই টোকেন দেওয়া নিষেধ কিনা তা জানি না। যদি আইনবহির্ভূত হয় তাহলে পরবর্তী সময়ে আর দেবো না। আমি স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলাম। দল থেকে মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু পাইনি। ফলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হয়েছি। এজন্য কিছু মানুষ সবসময় আমার বিরুদ্ধে লেগে আছে।’

হাকিমপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহারের দেওয়া চালের সঙ্গে কোনও চেয়ারম্যান তার ছবি লাগিয়ে বিতরণ করতে পারেন না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, কেন তিনি এমনটি করলেন উপজেলা প্রশাসন থেকে তার কাছে জবাব চাওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহারের সঙ্গে নিজের ছবি দিয়ে চাল বিতরণের সুযোগ নেই। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এএম/
সম্পর্কিত
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
ভারতীয় শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা হয়েছে: প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!