X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শ্যালিকার সঙ্গে ছোট ভাইয়ের প্রেম, রাস্তা কেটে দিলেন বড় ভাই 

গাইবান্ধা প্রতিনিধি
১০ মে ২০২২, ১৮:৫০আপডেট : ১০ মে ২০২২, ১৮:৫০

স্ত্রীর ছোট বোনের (শ্যালিকা) সঙ্গে ছোট ভাইয়ের প্রেমের সম্পর্কের জেরে বাড়িতে যাওয়ার রাস্তা কেটে নিয়েছেন বড় ভাই। গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাঙ্গা ডিপ বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে প্রতিকার চেয়ে যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন হামিম নামে আরেক ভাই। তবে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন ইউপি চেয়ারম্যান মোসাব্বির হোসেন।

সরেজমিনে ওই এলাকায় গিয়ে জানা গেছে, হাজিপাড়া-ডিপবাজার রাস্তার পূর্ব-দক্ষিণ পাশে মৃত সাহাবুদ্দিন প্রামানিকের বাড়ি। তিনি ছিলেন ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার। প্রায় ৪০ বছর আগে ওই বাড়ি করেন তিনি। বাড়িতে যাওয়ার জন্য তারই স্ত্রীর আত্মীয় আশরাফুল আলমের জমি দিয়ে রাস্তা তৈরি করা হয়। পরে সাহাবুদ্দিনের ছেলে হাসিব প্রামানিকের সঙ্গে আশরাফুল আলমের মেয়ে আফরোজা বেগমের বিয়ে হলে সাহাবুদ্দিন-আশরাফুলের সম্পর্ক আরও গভীর হয়। কিন্তু বর্তমানে রাস্তাটি কেটে ফেলায় সেটি পরিণত হয়েছে জমির আইলে। দুই পাশেই রয়েছে ধান।

স্থানীয়রা জানায়, মৃত সাহাবুদ্দিনের পাঁচ ছেলের মধ্যে একজন হাসিব প্রামানিক। তিনি পল্লী বিদ্যুতের মিটার রিডার হিসেবে কাজ করেন। গত তিন বছর আগে হাসিব প্রামানিকের ছোট শ্যালিকার সঙ্গে তার ছোট ভাই হাসান হাবিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে কয়েক দফায় নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদও হয়। এর জেরেই হাসিব প্রামানিক শ্বশুরের জমি দিয়ে তৈরি হওয়া ছোট ভাইয়ের বাড়িতে যাওয়ার রাস্তা দুই পাশ থেকেই কেটে নেন। ওই বাড়িতে তাদের মাও থাকেন।

ওই বাড়িতে থাকা ভাই শাহিন প্রামানিকের স্ত্রী আঁখি বেগম জানান, রাস্তাটি প্রায় পাঁচ ফুট চওড়া ছিল। একটি অটো কিংবা ভ্যান নির্বিঘ্নে চলাচল করতে পারতো। গত বছর রাস্তাটি কেটে নেওয়ায় চলাফেরা করতে খুবই অসুবিধা হয়েছে। বিশেষ করে বৃষ্টির সময় ছোট বাচ্চাদের অসুবিধা হয়। বর্তমানের আইলের মতো এই রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার সময় পা পিছলে পড়ে তার শাশুড়ি মোরশেদা বেগমের একটা হাত ভেঙেও গেছে বলেও জানান তিনি।

এ বিষয়ে রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোসাব্বির হোসেন বলেন, ফেসবুকে বিষয়টি দেখে আমি সকালে সরেজমিনে গিয়েছিলাম। কিন্তু ফেসবুকে যে ছবিটি দিয়েছে সেটি এক বছর আগের। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেবো।

রাস্তা কেটে নেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসিব প্রামানিক বলেন, অনেকদিন আগে আমার শ্বশুর মানবিক কারণে তার জমি দিয়ে ওই রাস্তা দিয়েছিলেন। পারিবারিক দ্বন্দ্বের কারণে এখন রাস্তা কেটে নিয়েছেন। এতে আমার কোনও সংশ্লিষ্টতা নেই।

/এফআর/
সম্পর্কিত
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
প্রেমের টানে বাংলাদেশে এসে আইফোন হারালেন ইন্দোনেশীয় তরুণী
প্রেমের টানে বাংলাদেশে এলেন ইন্দোনেশীয় তরুণী, জাঁকজমক বিয়ে
সর্বশেষ খবর
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন