X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মাদক বিক্রেতার ছুরিকাঘাতে দুই পুলিশ কর্মকর্তাসহ আহত ৪

লালমনিরহাট প্রতিনিধি
১৩ মে ২০২২, ১৯:৪৬আপডেট : ১৩ মে ২০২২, ১৯:৪৬

লালমনিরহাটের কালীগঞ্জে মাদক বিক্রেতার ছুরিকাঘাতে দুই পুলিশ কর্মকর্তাসহ চার জন আহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতে (১৩ মে) পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত হামলাকারী কাউকে গ্রেফতার করা হয়নি। বৃহস্পতিবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে কাকিনা মহিপুর বাইপাস সড়কে উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে ৩৬(১) ও ১৩(গ) এর ৩৮, ৪১, ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩ ধারায় মামলা দায়ের করেন। এজাহারনামীয় দুই জন ও অজ্ঞাত আরও দুই জনকে এতে আসামি করা হয়।

আহতরা হলেন, কালীগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) শাহজাহান আলী ও এএসআই মমতাজ উদ্দিন এবং কাকিনা ইউনিয়নের চর ইশোরকোল এলাকার রিয়াজুল ইসলামের ছেলে মজমুল ইসলাম (৩২) ও একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল খালেক।

কালীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম উপজেলার মহিপুর-কাকিনা সড়কের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো গ-১১-৫১১২ নম্বরের একটি প্রাইভেটকার আটক করে। এ সময় গাড়িটিতে তল্লাশি চালালে চালক ও তার সহযোগী গাড়ি থেকে নেমে দুই পুলিশ কর্মকর্তাকে অতর্কিতভাবে ছুরি দিয়ে আঘাত করে। পুলিশ সদস্যদের চিৎকারে স্থানীয় দুই পথচারী এগিয়ে এলে তাদেরকেও ছুরিকাঘাত করে গাড়ি রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গাড়িটি তল্লাশি চালিয়ে ১৮০ বোতল ফেনসিডিল ও একটি বিদেশি চাকু উদ্ধার করে পুলিশ। 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, সরকারি কাজে বাঁধা দান ও ছুরিকাঘাতের ঘটনায় একটি মামলা কালীগঞ্জ থানায় দায়ের করা হয়।

কালীগঞ্জ থানার (ওসি) গোলাম রসূল বলেন, মাদক উদ্ধার অভিযানে থাকা দুই পুলিশ সদস্য এবং তাদেরকে সহায়তা করতে গিয়ে দুই জন পথচারীও ছুরিকাঘাতে আহত হন। আহতদের চিকিৎসা চলছে। আটক প্রাইভেটকার থেকে ১৮০ বোতল ফেনসিডিলও উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। এজাহারনামীয়সহ অজ্ঞাত আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা