X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সংঘবদ্ধ ধর্ষণের ১৫ বছর পর তিন জনের যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি
২৬ জুন ২০২২, ১৯:৫৭আপডেট : ২৬ জুন ২০২২, ১৯:৫৭

রংপুর নগরীতে রিকশা থেকে নামিয়ে গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনার দীর্ঘ ১৫ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৬ জুন) রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক মোস্তফা কামাল এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত থাকলেও প্রধান আসামি বাবু পলাতক রয়েছে। 

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলো রংপুর নগরীর এরশাদ নগর এলাকার মো. আব্দুল জলিলের ছেলে আসাদুল ইসলাম, আউয়াল মিয়ার ছেলে রঞ্জু মিয়া ও কেডিসি রোড এলাকার আব্দুস ছাত্তারের ছেলে বাবু মিয়া।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৬ মে নগরীর তাজহাট টিবি হাসপাতাল এলাকার বাসিন্দা এক গৃহবধূকে রিকশা থেকে নামিয়ে নগরীর খামার এলাকার পূর্ব দিকে গাছের নিচে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। ধর্ষণের শিকার গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে আসামি আসাদুলকে আটক করে। এ সময় অন্য আসামিরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী মাহিগঞ্জ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে আসামি আসাদুলকে গ্রেফতার করে। এ ঘটনায় ধর্ষণের শিকার নারী কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করিয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে প্রতিবেদন পায়।

কোতোয়ালি থানার এসআই আজিজুল ইসলাম তদন্ত শেষে প্রধান আসামি বাবুসহ তিন আসামির বিরুদ্ধে ১০/৯/২০০৭ ইং তারিখে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ ১৫ বছর ধরে চলা বিচারকাজে ১২ জন আদালতে সাক্ষ্য দেন। আসামিপক্ষের আইনজীবী সাক্ষীদের জেরা শেষে বিজ্ঞ বিচারক আসামি বাবু , আসাদুল ও রঞ্জু মিয়াকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলা চলাকালে আসামি বাবু পলাতক ছিল। রায় ঘোষণার সময় আসামি আসাদুল ও রঞ্জু মিয়া আদালতে উপস্থিত ছিল। 

বাদী পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী রফিক হাসনাইন জানান, বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে। এ রায়ে তারা সন্তোষ জানিয়েছেন। তবে আসামিপক্ষের কোনও আইনজীবী রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত না থাকায় বক্তব্য মেলেনি। 

 

/টিটি/
সম্পর্কিত
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া