X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

৩ মাস পর বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন শুরু

দিনাজপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০২২, ২০:২৮আপডেট : ২৭ জুলাই ২০২২, ২০:২৮

প্রায় তিন মাস বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া খনি থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে। নির্ধারিত সময়ের ১৮ দিন আগেই বুধবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে কয়লা উত্তোলন শুরু করেছে কর্তৃপক্ষ। 

আগামী চার-পাঁচ দিনের মধ্যে খনি থেকে পূর্ণাঙ্গভাবে কয়লা উত্তোলন শুরু হবে। খনি থেকে প্রতিদিন ২৭০০ থেকে ৩০০০ মেট্রিক টন কয়লা উত্তোলন করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম ভার্চুয়ালি য্ক্তু হয়ে কয়লা উত্তোলনের কাজ উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে দুই মাস ২৮ দিন পর উৎপাদন শুরু হলো।

এর আগে গত ৩০ এপ্রিল উত্তোলনকৃত ১৩১০ নম্বর ফেইজ থেকে মজুত শেষ হয়ে যাওয়ায় খনিতে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। পরে ফেইজটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর পরিত্যক্ত ফেইজের ব্যবহারযোগ্য যন্ত্রপাতি স্থানান্তর ও নতুন প্রয়োজনীয় যন্ত্রপাতি বসিয়ে ১৩০৬ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলনের প্রক্রিয়া শুরু করে কর্তৃপক্ষ। 

ওই সময়ে বলা হয়েছিল, নতুন ফেইজ রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন করে কয়লা উত্তোলনে সময় লাগবে প্রায় আড়াই মাস। পরে আগস্টের মাঝামাঝি সময়ে কয়লা উত্তোলনের সময় নির্ধারণ করে কর্তৃপক্ষ।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ‌‘আগস্টের মাঝামাঝি সময়ে কয়লা উৎপাদন শুরুর পরিকল্পনা ছিল আমাদের। তবে সংকট মোকাবিলার জন্য জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের কর্মকর্তা এবং পেট্রোবাংলা চেয়ারম্যানের নির্দেশ ছিল, যেকোনোভাবে দ্রুত কয়লা উত্তোলন করার। সেই নির্দেশনা মোতাবেক চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় শ্রমিকদের দিয়ে এবং কর্মকর্তা-কর্মচারীদের চেষ্টায় তা ২০ দিন এগিয়ে আনা হয়েছে। দ্রুত নতুন ফেইজের উন্নয়নকাজ শেষ করার পর সকাল সাড়ে ৯টায় পেট্রোবাংলার চেয়ারম্যানের উপস্থিতিতে কয়লা উত্তোলন শুরু হয়।’

তিনি বলেন, ‘পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হলো। ভূগর্ভের ভেতরে যন্ত্রপাতি বসিয়ে ট্রায়াল দেওয়া হচ্ছে। উৎপাদন শুরুর পর বেশ কিছু রক্ষণাবেক্ষণের কাজ আছে। আগামী চার-পাঁচ দিন সময় লাগবে পুরোপুরি উৎপাদনের জন্য। ধীরে ধীরে উৎপাদন বাড়বে। আশা করা যায়, এখান থেকে প্রতিদিন ২৭০০ থেকে ৩০০০ মেট্রিক টন কয়লা উত্তোলন করা যাবে। বর্তমানে সংক্ষিপ্ত আকারে উত্তোলন হচ্ছে। এই ফেইজে কয়লা মজুত আছে চার লাখ টন। উত্তোলনকৃত কয়লার মজুত আছে ৪০ হাজার মেট্রিক টন।’

/এএম/
সম্পর্কিত
কয়লা পানিতে মিশে গেলে কি ‘দায় শেষ’
কয়লা নিয়ে পশুর নদে আবারও ডুবলো কার্গো জাহাজ
ভৈরব নদে ৮০০ মে.টন কয়লাসহ ডুবেছে জাহাজ
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা