X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

৯ বছর পর ডোমার উপজেলা আ. লীগের সম্মেলন

নীলফামারী প্রতিনিধি
০১ আগস্ট ২০২২, ০৫:৩৫আপডেট : ০১ আগস্ট ২০২২, ০৫:৩৫

দীর্ঘ নয় বছর পর নীলফামারীর ডোমার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ জুলাই) দুপুরে ডোমার মহিলা ডিগ্রি কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক। ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন কার্যনির্বাহী সদস্য সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমি, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, ডোমার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল হক চৌধুরী, ব্যারিষ্টার ইমরান হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র দেশে সুসংগঠিত। আমাদের দলে তৃণমূল পর্যায়ে নেতৃত্বকে মূল্যায়ন করে তাদেরকে বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের আসনে বসানো হচ্ছে। দলে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধেও শৃঙ্খলা বিরোধী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা অত্যন্ত সুসংগঠিত, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দল সারাদেশে যেভাবে সুসংগঠিত, আগামী নির্বাচনেও ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজয় হবে। সে কারণে বিএনপি শঙ্কিত।’

বিকাল ৫টার দিকে সম্মেলনের প্রথম পর্ব শেষে চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু করে বিভিন্ন পদে প্রার্থীদের জীবনবৃতান্ত সংগ্রহ করার পর সভা মূলতবি ঘোষণা করা হয়। পরবর্তী সভায় তিনি কমিটি ঘোষণা করবেন বলে জানান।

জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, ‘প্রার্থীদের জীবন বৃত্তান্ত নেয়া হয়েছে। কেন্দ্রের সঙ্গে কথা বলে পরবর্তী সময়ে কমিটি ঘোষণা করা হবে।’

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ জুলাই  ডোমার উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। এরপর দীর্ঘ ৯ বছর পর সম্মেলনের আয়োজন করা হয়। 

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা