X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

চাকরি হারালেন টিকা দিতে টাকা নেওয়া বিপ্লব

নীলফামারী প্রতিনিধি
০৫ আগস্ট ২০২২, ১৭:৫৯আপডেট : ০৫ আগস্ট ২০২২, ২২:১৯

নীলফামারীর সৈয়দপুরে শিশুদের ও করোনার টিকা প্রদানে অর্থ আদায়ের অভিযোগে স্বাস্থ্য বিভাগের টিকাদানকর্মী বিপ্লব ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি উপজেলার খাতামধুপুর ইউনিয়নের রথেরপুকুর কমিউনিটি ক্লিনিকের মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, স্বাস্থ্য বিভাগের গ্যাভি প্রজেক্টের আওতায় ইমুনাইজেশন ওয়ার্কার হিসেবে বিপ্লব উপজেলার খাতামধুপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে কর্মরত ছিলেন। ওই প্রকল্পটির মেয়াদ শেষ হলে স্থানীয় ব্যবস্থাপনায় ভাতার বিনিময়ে কিছু দিন কাজ করেন। পরে তাকে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের রথেরপুকুর কমিউনিটি ক্লিনিকে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার হিসেবে নিয়োগ দেওয়া।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, স্বাস্থ্য সহকারীর পদে অবসরজনিত কারণে জনবল সংকট সৃষ্টি হয়। এ অবস্থায় সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের রথেরপুকুর কমিউনিটি ক্লিনিকের মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার বিপ্লব ইসলামকে একই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে টিকাদানকর্মীর দায়িত্ব দেওয়া হয়। কাজের শুরুর দিকে বিপ্লব যথাযথভাবে দায়িত্ব পালন করেন। কিন্তু পরে তার বিরুদ্ধে শিশুদের টিকা প্রদানে প্রতিজনে ১০০ টাকা করে ও করোনার টিকা প্রদানেও জনপ্রতি ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ ওঠে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়।

এলাকাবাসী জানান, বিপ্লব সরকারি টিকা প্রদানে অর্থ আদায় করতেন। তার এমন অর্থ আদায়ের বিষয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার মানুষ। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানান। তদন্তে অভিযোগের সত্যতা মেলে।

এ বিষয়ে কথা বলার জন্য বিপ্লব ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মোহাম্মদ আলেমুল বাসার টিকাদানকারী বিপ্লবকে দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগের সত্যতা থাকায় তাকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। খাতামধুপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী রবিউল ইসলাম বর্তমানে ওই শূন্যস্থানে দায়িত্ব পালন করেন।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন