X
রবিবার, ২৭ নভেম্বর ২০২২
১১ অগ্রহায়ণ ১৪২৯

কুড়িগ্রামে এলজিএসপি প্রকল্পের ৪৮ ভাগ কাজ সম্পন্ন

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২২, ২০:০৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ২০:০৬

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) কার্যক্রম সুষ্ঠু ও সুচারুরূপে বাস্তবায়ন এবং প্রচারণা জোরদারকরণে তথ্য, শিক্ষা ও যোগাযোগ ক্যাম্পেইনের আওতায় কুড়িগ্রামে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (০৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, কুড়িগ্রাম পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলায় এলজিএসপি প্রকল্পের কাজ সমূহের অগ্রগতি ও তথ্যাদি উপস্থাপন করেন প্রকল্পের ডিস্ট্রিক ফেসিলিটেটর (ডিএফ) ফারুক আহমদ। তিনি বলেন, ‘চলতি বছর জেলায় এ প্রকল্পের আওতায় সাত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজ সম্পন্ন হয়েছে তিন কোটি ৪১ লাখ টাকার। যার শতকরা অগ্রগতি প্রায় ৪৮ দশমিক ৭১ ভাগ। এতে ২৮৭টি স্কিমের মধ্যে চলমান রয়েছে ১৩০টি প্রকল্পের কাজ।’

ডিএফ ফারুক আহমদ বলেন, ‘গত মার্চ মাসে প্রকল্পের বরাদ্দ পাওয়া গেছে। চলতি মৌসুমে বন্যা ও বৃষ্টিপাতের কারণে প্রকল্প বাস্তবায়ন কাজ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। তারপরও বাস্তবায়িত কাজের পরিমাণ সন্তোষজনক।’

উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা বিবেচনা করে সরাসরি অর্থায়নের মাধ্যমে কার্যক্রমগুলো নির্ধারণ ও বাস্তবায়ন করা হচ্ছে। তবে কুড়িগ্রাম জেলায় শুধুমাত্র ইউনিয়ন পরিষদ পর্যায়ে এ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে বলে জানান ডিএফ।

/এএম/
লুসাইলে ম্যারাডোনাকে স্পর্শ করলেন মেসি
লুসাইলে ম্যারাডোনাকে স্পর্শ করলেন মেসি
প্রস্থানের দুই বছর: শিল্পকলায় অবিনশ্বর আলী যাকের
মৃত্যুদিনে স্মরণপ্রস্থানের দুই বছর: শিল্পকলায় অবিনশ্বর আলী যাকের
পূর্ণ সক্ষমতায় ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে রামপাল
পূর্ণ সক্ষমতায় ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে রামপাল
এমবাপ্পের জোড়া গোলে নকআউটে ফ্রান্স
এমবাপ্পের জোড়া গোলে নকআউটে ফ্রান্স
সর্বাধিক পঠিত
ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব কমবে ৪০ কিমি
ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব কমবে ৪০ কিমি
পোল্যান্ডের জয়ে আরও চাপে মেসিরা
পোল্যান্ডের জয়ে আরও চাপে মেসিরা
ইউক্রেন ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো ন্যাটো
ইউক্রেন ইস্যুতে অবস্থান স্পষ্ট করলো ন্যাটো
ম্যাজিস্ট্রেটের মামলায় কারাগারে স্বামী
ম্যাজিস্ট্রেটের মামলায় কারাগারে স্বামী
আবারও নাসিমের অনুসারীদের পেটালো বিএনপির সমর্থকরা
আবারও নাসিমের অনুসারীদের পেটালো বিএনপির সমর্থকরা