X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে এলজিএসপি প্রকল্পের ৪৮ ভাগ কাজ সম্পন্ন

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২২, ২০:০৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ২০:০৬

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) কার্যক্রম সুষ্ঠু ও সুচারুরূপে বাস্তবায়ন এবং প্রচারণা জোরদারকরণে তথ্য, শিক্ষা ও যোগাযোগ ক্যাম্পেইনের আওতায় কুড়িগ্রামে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (০৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, কুড়িগ্রাম পৌর মেয়র মো. কাজিউল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলায় এলজিএসপি প্রকল্পের কাজ সমূহের অগ্রগতি ও তথ্যাদি উপস্থাপন করেন প্রকল্পের ডিস্ট্রিক ফেসিলিটেটর (ডিএফ) ফারুক আহমদ। তিনি বলেন, ‘চলতি বছর জেলায় এ প্রকল্পের আওতায় সাত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজ সম্পন্ন হয়েছে তিন কোটি ৪১ লাখ টাকার। যার শতকরা অগ্রগতি প্রায় ৪৮ দশমিক ৭১ ভাগ। এতে ২৮৭টি স্কিমের মধ্যে চলমান রয়েছে ১৩০টি প্রকল্পের কাজ।’

ডিএফ ফারুক আহমদ বলেন, ‘গত মার্চ মাসে প্রকল্পের বরাদ্দ পাওয়া গেছে। চলতি মৌসুমে বন্যা ও বৃষ্টিপাতের কারণে প্রকল্প বাস্তবায়ন কাজ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। তারপরও বাস্তবায়িত কাজের পরিমাণ সন্তোষজনক।’

উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগ পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা বিবেচনা করে সরাসরি অর্থায়নের মাধ্যমে কার্যক্রমগুলো নির্ধারণ ও বাস্তবায়ন করা হচ্ছে। তবে কুড়িগ্রাম জেলায় শুধুমাত্র ইউনিয়ন পরিষদ পর্যায়ে এ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে বলে জানান ডিএফ।

/এএম/
সম্পর্কিত
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
চ্যালেঞ্জ মোকাবিলায় তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা