X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

লালমনিরহাটে ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি

লালমনিরহাট প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ২০:২৩

লালমনিরহাটে আন্তঃনগর ট্রেন লালমনি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিভাগীয় রেলওয়ে সদর দফতর।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকালে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আব্দুস সালাম।

এর আগে সকাল ১০টার দিকে লালমনিরহাট রেলওয়ে ইয়ার্ডের ওয়াশপিটে ট্রেন শান্টিংয়ের সময় লালমনি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়।

তদন্ত কমিটির সদস্যরা হলেন—লালমনিরহাট বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, বিভাগীয় প্রকৌশল কর্মকর্তা আহসান হাবীব, বিভাগীয় মেকানিক্যাল প্রকৌশলী মো. এহতেশাম, বিভাগীয় মেকানিক্যাল প্রকৌশলী শাহীনুল হক অপু ও বিভাগীয় সিগন্যাল অ্যান্ড টেলি কমিউনিক্যাশন প্রকৌশলী বিমান বিশ্বাস।    

আরও পড়ুন: লালমনিরহাটে ট্রেনের বগি লাইনচ্যুত

লালমনিরহাট রেলওয়ের স্টেশন মাস্টার মো. নিজাম উদ্দিন বলেন, ‘সকাল ১০টা ২০ মিনিটে লালমনি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল ১০টা ১০ মিনিটে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনের ওয়াশপিট থেকে ট্রেনটি শান্টিং করে ১ নম্বর লাইনে নেওয়ার সময় একটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগিটি উদ্ধার করে দুপুর দেড়টার দিকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে ট্রেনটি।’

তদন্ত কমিটি সদস্য বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শাহীনুল হক অপু বলেন, ‘আমরা ইতোমধ্যে তদন্তকাজ শুরু করেছি। এখনও চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছাতে পারিনি। আরও পরিদর্শন ও অনুসন্ধান করবো। তখন প্রকৃত ঘটনা জানা যাবে।’

বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এরই মধ্যে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা বলা হয়েছে।’

আব্দুস সালাম বলেন, ‘তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর যদি কারও অবেহেলা প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএম/
সম্পর্কিত
চালক-স্টেশন মাস্টারের দায়িত্বহীনতার কারণে দুই ট্রেনের সংঘর্ষ: রেলমন্ত্রী
মাঝেমধ্যে ট্রেন দুর্ঘটনা ঘটছে, যতটুকু বোঝার বুঝে নিয়েছি: রেলমন্ত্রী
চার দিন পর আপ লাইনে চালু হলো ট্রেন
সর্বশেষ খবর
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়