X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

৩ দিনেও বাংলাদেশি কিশোরের লাশ দেয়নি বিএসএফ

দিনাজপুর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২২, ২২:৪১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ২২:৪১

দিনাজপুরের সদর উপজেলার দাইনুর সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশের স্কুলছাত্র মিনহাজুল ইসলাম ওরফে মিনার বাবুর মরদেহ তিন দিনেও হস্তান্তর করেনি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। মরদেহ ফেরত দেওয়ার বিষয়ে পুলিশকেও কিছু জানানো হয়নি। তবে লাশটি যে বাংলাদেশি স্কুলছাত্র মিনার বাবুর তা শনাক্ত করেছে বিএসএফ।

বিজিবির একটি সূত্র জানিয়েছে, নিহতের পরিবারের দেওয়া ছবি, শরীরের চিহ্নসহ বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে বিএসএফ লাশটি শনাক্ত করেছে। কিন্তু লাশ কখন ফেরত দেবে সেটি এখনও নিশ্চিত করেনি।

বুধবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তের ৩১৫নং মেইন পিলারের কাছে বিএসএফের গুলিতে ১৬ বছর বয়সী মিনহাজুল ইসলাম নিহত হন। শনিবার রাত ১০টা পর্যন্ত লাশটি হস্তান্তর করেনি তারা।

শুক্রবার বিকালে বিজিবির খানপুর সীমান্ত ফাঁড়িতে যান ৯নং আস্করপুর ইউপি চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক, ইউপির সংরক্ষিত নারী সদস্য রুমানা পারভীন, নিহতের বাবা জাহাঙ্গীর আলম, চাচাতো ভাই রুবেল হাসানসহ কয়েকজন। সেখানে তারা ছবি, শরীরের চিহ্নসহ যাবতীয় কিছু প্রমাণাদি দাখিল করেন। ই-মেইলের মাধ্যমে সেসব তথ্যাদি বিএসএফকে পাঠায় বিজিবি। এরপর শনিবার সকালে বিএসএফ বিজিবিকে জানিয়েছে, লাশটি বাংলাদেশি কিশোর মিনহাজের।

শনিবার দুপুরে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দিয়েছেন নিহতের মা মিনারা বেগম। তিনি ওই অভিযোগে সদরের খানপুর পঞ্চাতপাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে সুমন (৩৫), খানপুর খুদিহার এলাকার আতাবুল ওরফে সেচ্চুর ছেলে এন্তাজুল হক (৩৪), সালমান শাহর ছেলে সাগর (২২), খানপুর ফকিরপাড়া এলাকার আনিসুর রহমানের ছেলে আতাউর (৩৮), হুসেন আলীর ছেলে মোসলেম বাহারসহ (৩০) অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করেছেন।

অভিযোগে উল্লেখ করেন, আসামিরা সবাই পেশাদার মাদক ও সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। পরিকল্পিতভাবে তার ছেলেকে রাত সাড়ে ৮টার সময় আসামি সুমন বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে সীমান্তে যায়। পরে তারা তাকে অতর্কিতভাবে শরীরে আঘাত করে গুরুতর জখম করে এবং বুকের মধ্যখানে গুলি করে হত্যা করে মরদেহ সীমান্তের ৩১৫নং পিলারের কাছে ফেলে রেখে যায়। পরের দিন লোকমুখে শুনতে পান, তার ছেলের লাশ সীমান্তে পড়ে রয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান তিনি।

এসময় তিনি বলেন, “আমরা মরদেহের জন্য অপেক্ষা করতেছি। কিন্তু আমরা মরদেহ এখনও পাচ্ছি না। আমার ছেলেকে যারা ওই বর্ডারে (সীমান্তে) নিয়ে গেছে তাদের শাস্তি চাই।”

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, লাশ আসার পর অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ ফেরতের বিষয়ে এখনও পর্যন্ত পুলিশকে কিছু জানানো হয়নি।

তবে বিজিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সীমান্তে বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। তাই বিজিবির পক্ষ থেকে বিএসএফকে সব নিয়ম ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ হস্তান্তরের জন্য বলা হয়েছে। তবে আজও লাশ দেয়নি তারা।

তবে ২৯ বিজিবির অধিনায়ক আলমগীর কবির বলেন, বিএসএফ আমাদের মাধ্যমে লাশ শনাক্ত করেছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু বিএসএফ বাংলাদেশি কিশোরের লাশ কখন হস্তান্তর করবে তা এখন পর্যন্ত আমাদের জানায়নি। আমাদের জানালে পরে বিষয়টি আপনাদের জানানো হবে।

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে জেলার সদর উপজেলার দাইনুর সীমান্তে মিনহাজুল ইসলাম নিহত হয়। অভিযোগ ওঠে, বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে। সে সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের ভিতরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। খানপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণিতে পড়ালেখা করতো।

/এফআর/
সম্পর্কিত
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
মিয়ানমার সীমান্তে বেড়া দিতে ৩৭০ কোটি ডলার খরচের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!