X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পানির পাম্প কাজ না করায় দ্রুত ছড়ায় তুলার কারখানার আগুন

আরিফুল ইসলাম রিগান, কুড়িগ্রাম
২৩ অক্টোবর ২০২২, ১৫:২৪আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১৫:২৪

কু‌ড়িগ্রা‌ম সদ‌রের বেলগাছা ইউ‌নিয়‌নের বি‌সিক শিল্প নগ‌রী এলাকার তুলা তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুই ঘণ্টার চেষ্টায় রবিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

তুলা তৈরির মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ওই কারখানায় কর্মরত শ্রমিকরা। তারা বলছেন, তাৎক্ষণিকভাবে পানি উত্তোলনের পাম্প কাজ না করায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

‘মা টেক্সটাইল’ নামক ওই তুলা তৈরির কারখানাটির মালিক আমজাদ হোসেন। বিসিক ভবন সূত্রে জানা গেছে, মহসিন শেখ নামে আরেক ব্যবসায়ীসহ তিনি যৌথভাবে কারখানাটি চালাতেন বলে। কারখানাটিতে ঝুট থেকে তুলা তৈরি করা হতো। তবে আগুন নেভাতে যাওয়া লোকজন জানান, তুলার কারখানার গুদামের ভেতর রড মজুত করা ছিল।

আরও পড়ুন: কুড়িগ্রামে তুলার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, কারখানায় তিনটি মেশিনে ঝুট থেকে তুলা তৈরি করা হয়। তিনটি মেশিনে দুই শিফটে মোট ২২ জন নারী শ্রমিক কাজ করেন। আজ সকালের শিফটে ১১ জন নারী শ্রমিক তুলা তৈরির কাজ করছিলেন। এর মধ্যে একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। সে সময় পানি দেওয়ার জন্য কারখানার ভেতরে থাকা পানির পাম্প চালু করতে গেলে তা কাজ না করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে শ্রমিকরা দ্রুত কারখানা থেকে বেরিয়ে আসেন।

তুলা তৈরির মেশিন থেকে আগুনের সূত্রপাত

যে মেশিন থেকে আগুনের সূত্রপাত ওই মেশিনে কাজ করছিলেন শ্রমিক প্রতীমা রাণী। তিনি বলেন, ‘এক মেশিনে তিন জন কাজ করছিলাম। এ সময় হঠাৎ মেশিনের নিচ থেকে আগুন বের হয়ে ঝুটে লেগে যায়। আমি পানির মেশিন (পাম্প) চালু করে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু মেশিন থেকে পানি বের হচ্ছিল না। পরে বালতি দিয়ে হাউজে থাকা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে কাজ হয়নি। আগুন দ্রুত উপরে উঠতে থাকায় পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।’

আরেক শ্রমিক রুমি বেগম বলেন, ‘ঝুটের মধ্যে পাথরের টুকরা কিংবা লোহার টুকরা থাকলে ঘর্ষণের কারণে মাঝে মাঝে তুলা তৈরির মেশিন থেকে আগুন বের হয়। আগুন নেভানোর জন্য সবকিছুই ছিল। কিন্তু আজ পানির মটর (পাম্প) চালু না হওয়ায় আগুন খুব তাড়াতাড়ি কারখানার গোডাউনে চলে যায়। পরে আর নিয়ন্ত্রণ করা যায়নি।’

এদিকে তুলা কারখানার ভেতর অনেক রড থাকায় আগুন নেভানোর কাজ বাধাগ্রস্ত হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, রডের অনেকগুলো বান্ডিল থাকায় পানি নিয়ে ভেতরে প্রবেশ করতে সমস্যা হয়েছিল। রডগুলো বিক্রির জন্য সেখানে মজুদ রাখা হয়েছিল বলে জানান স্থানীয়রা।

প্রাণ বাঁচাতে দ্রুত কারখানা থেকে বেরিয়ে আসেন শ্রমিকরা

তুলা কারখানার মালিক আমজাদ হোসেন মুঠোফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থাপনা ও যন্ত্রাংশসহ আমার প্রায় দেড় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ঢাকায় আছি। অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হতে পারিনি।’

বিসিক শিল্প নগরীর ডেপুটি ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার স্থাপনা ও মেশিনারিজসহ অর্ধকোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে। ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণে আমরা কাজ করছি ‘

বিসিক এলাকায় রড মজুত করে ক্রয়-বিক্রয় প্রশ্নে এই কর্মকর্তা বলেন, ‘এটা করার কোনও বৈধতা নেই। আমরা এ বিষয়ে ব্যবস্থা নেবো।’

আগুনে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ারহাউজ ইন্সপেক্টর ইব্রাহীম চৌধুরী বলেন, ‘তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে হবে।’

কারখানায় রাখা রডের কারণে আগুন নেভাতে সমস্যা হয়েছিল কি-না, এমন প্রশ্নে ইব্রাহীম চৌধুরী বলেন, ‘ সমস্যা তো হয়েছিল। তবে ওখানে কেন রড রাখা হয়েছিল তা আমার জানা নেই।’

/এসএইচ/
সম্পর্কিত
গরমে নাকাল পথচারীদের জন্য পানির ব্যবস্থা করলো ফায়ার সার্ভিস
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
সর্বশেষ খবর
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘গাজার গণকবরে অন্তত ২০ জনকে জীবন্ত দাফন’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
‘বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়তে হবে’
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রীর
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
উত্তাল চুয়েট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা