X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আইনজীবী হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২২, ১৫:১৯আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৫:২২

রংপুরে অ্যাডভোকেট আসাদুল হক হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে তিন আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। 

মামলায় তদন্তে গাফিলতির অভিযোগে তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রবিউল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশ সদরদফতরকে নির্দেশ দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো-নগরীর তাজহাট থানা এলাকার ধর্মদাস বারো আউলিয়া গ্রামের রতন মিয়া (৩২) ও খোর্দ্দ তামপাট আদর্শপাড়া এলাকার সাইফুল ইসলাম (২৬)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নারীর নাম মোর্শেদা বেগম।

মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ৫ জুন আইনজীবী আসাদুল হকের স্ত্রী ও ছেলে-মেয়ে মিঠাপুকুরে গ্রামের বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে দুপুরে রতন মিয়া ও সাইফুল ইসলাম বাড়ির দেয়াল টপকে আসাদুল হককে ছোরা দিয়ে আঘাত করে হত্যা করে। এরপর দেয়াল টপকে পালানোর সময় রতনকে ছোরাসহ হাতেনাতে আটক করেন এলাকাবাসী। এ ঘটনায় আসাদুল হকের ছোট মেয়ে আরফিন নাহার অংকন বাদী হয়ে দুই আসামির নাম উল্লেখ করে তাজহাট থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত রবিউল ইসলাম হত্যা মামলাটি ভিন্ন খাতে প্রবাহিতের চেষ্টা করেন। এরপর মামলাটি সিআইডি পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। সিআইডি তদন্ত শেষে আসামি রতন, সাইফুল ইসলাম ও মোরশেদা বেগমের নামে আদালতে চার্জশিট দাখিল করে। এই মামলায় আসামি রতন ও সাইফুল ১৬৪ ধারায় আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

মামলায় ২৯ জন সাক্ষীর মধ্যে ২৭ জনের সাক্ষ্য ও জেরা শেষে রতন ও সাইফুলকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। সেই সঙ্গে মামলার তদন্তে গাফিলতির অভিযোগে পুলিশ পরিদর্শক (তদন্ত) বর্তমানে পশুরাম থানার ওসি রবিউল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশ সদরদফতরকে নির্দেশ দিয়েছেন আদালত। 

সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী অতিরিক্ত পিপি আব্দুস সাত্তার জানান, রংপুর আইনজীবী সমিতির সদস্য সিনিয়র আইনজীবী আসাদুল হক হত্যা মামলায় আমরা ন্যায় বিচার পেয়েছি। এ রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। সেই সঙ্গে হাইকোর্টে দ্রুত ডেথ রেফারেন্স নিষ্পত্তি করা হবে বলে আশা করছি। 

আসাদুল হকের ছোট মেয়ে মামলার বাদী আরফিন নাহার অংকন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তিনি বলেন, ‘একটু দেরিতে হলেও এই রায়ে আমার পরিবার সন্তোষ প্রকাশ করেছে। এখন আমরা দ্রুত রায় কার্যকরের দাবি জানাই।

/এসএইচ/
সম্পর্কিত
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া