X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রংপুর সিটি নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি নেতা!

রংপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২, ২৩:০২আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ২৩:০৪

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করার সিদ্ধান্ত নিয়েছেন একই সিটির গত নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা। দলীয়ভাবে বিএনপি বর্তমান সরকারের অধীনে কোনও নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিলেও তিনি নির্বাচনে অংশ নেবেন বলে জানা গেছে।

আগামীকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরের পর তিনি মনোনয়নপত্র দাখিল করবেন বলে তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। একই দিন দুপুর ১২টায় রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে এ জন্য সংবাদ সম্মেলন আহ্বান করেছেন বাবলা। সোমবার রাত সাড়ে ৯টায় এই নেতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ প্রতিনিধিকে জানান, সংবাদ সম্মেলন করে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন।

এক প্রশ্নের জবাবে রংপুর মহানগর বিএনপি নেতা কাওছার জামান বাবলা জানান, বিএনপি বর্তমান সরকারের  অধীনে কোন নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে। কিন্তু রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এর আগেও দুইবার দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচনে অংশ নিয়েছেন। রংপুর সিটি করপোরেশন নির্বাচন করার জন্য অনেক দিন আগে থেকে তিনি গণসংযোগ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়াসহ কাজ করে যাচ্ছেন। তার প্রাথমিক প্রস্তুতি অনেক আগে থেকে নেওয়া হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের সব কাগজপত্র তৈরি করে রেখেছেন। কাল সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনে অংশ নেওয়ার কারণসহ পুরো বিষয়টি জানাবেন।

এদিকে রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, মহানগর বিএনপি নেতা বাবলা নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রাক প্রস্তুতির প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে জানতে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এসেছিলেন। তিনি রিটার্নিং কর্মকর্তা আবদুল মতিনের সঙ্গে আলোচনাও করেছেন।

এদিকে কাওছার জামান বাবলা মেয়র পদে প্রার্থী হচ্ছেন এবং সংবাদ সম্মেলন আহ্বান করেছেন বিষয়টি জানাজানি হলে রংপুরের বিএনপি নেতাদের মাঝে তোলপাড় শুরু হয়েছে। বিএনপির মহানগরের বেশ কয়েকজন নেতা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বলে জানা গেছে।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু বলেন, বিএনপি অনেক আগেই ঘোষণা করেছে, বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নেবে না। সেক্ষেত্রে বাবলা সাহেব নির্বাচন করলে তার নিজ দায়িত্বে করবেন। সংগঠনের সিদ্ধান্ত অমান্য করলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে বিএনপি রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে না- এটাই শেষ কথা।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী